প্রথম স্বপ্নে প্রথম প্রেমিকা
------------------------
অনেক দিন স্বপ্নে দেখি না তোমায়
ঘুম টা অবশ্য ভাল হয়,
শীতল শান্ত ঘুম।
ঘুমের মাঝে তোমাকে দেখে আঁতকে ওঠার নেই ভয়।
হৃদপিন্ডের স্পন্দনে বাড়া কমা নেই,
রুটিনবদ্ধ ঘুম।
দশটা থেকে ভোর ছয়।
মাথার কাছে একটা কাঠ ঠোঁকরা আসে প্রতিদিন জানালায়,
খুব ভোরে, সুনশান ঊষার নীরাবতা ভেঙে কাচে অনবরত ঠোঁকরায়।
ওটাই এখন আমার ভোরের এলার্ম।
“বাবু সোনা উঠে পড়” তোমার লাস্যময়
ফোন কলের জন্য
থাকতে হয় না অপেক্ষায়।
অনেক দিন হল স্বপ্নগুলো তোমার আক্রমণ মুক্ত।
মাঝরাতে রিনিরিনি হাসিতে ঘুম ভেঙে
পানি খেতে হয় না।
মাথার কাছের জগটায়
পানি না ভরতে ভরতে ধূলার আস্তর পড়ে গেছে।
প্রথমবার স্বপ্নে কী পড়ে এসেছিলে তুমি জানো?
তোমাকে বলেছিলাম,
নীল শাড়ি
আর ছোট্ট কালো টিপ কপালের মাঝখানটায়।
“তুমি পটাচ্ছ আমাকে তাই না?
স্বপ্ন তো সাদাকালো, কী করে রঙিন হয়?”
তুমি বুঝবে না, সাদামাটা জীবনে তুমিই তো
আমার এক ফোঁটা রোঙিন পরশ, আর এটা তো মাত্র স্বপ্ন।
সে রাতে ঘুমের ঘোরেই প্রেমে পড়ে গেলাম তোমার।
আমার স্বপ্নে প্রাপ্ত বড় আদরের প্রেম।
এরপর যতবার শাড়ি পড়ে এসেছ,
ক্লাসের অবসরে পরিচিত জগত ফাঁকি দিয়ে,
গোপন অভিসারে।
সবভুলে প্রমের পড়েছি তোমার,
বারবার প্রতিবার, নতুন করে।
তারপর আরও কত স্বপ্নে এলে,
কত অনুভূতি, হাসি কান্নায় ভেজা বালিশ।
প্রথমটার মত স্বাদ পাওয়া হল না।
অনেকদিন স্বপ্নে আসো না তুমি,
অনেকদিন একাকী বিছানায় স্বপ্নে তুমি নেই।
অনেক অনেকে দিন হয়ে গেছে
তোমাকে মনভরে স্বপ্নে দেখতে মন চায়।
-৬ এপ্রিল, ২০১৬
ওসমানি হল
MIST
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫