ঘৃণিত প্রেম
----------------------
আমাকে তোমার ভাল লাগে না,
আমি জানি।
কিন্তু আমাকে তুমি ভালোবাসো!
আমাকে দেখলেই তোমার খুন করে ফেলতে ইচ্ছে করে,
আমি এটাও জানি।
এও জানি গভীর রাতের
চোখের ওই দু ফোঁটা জল তোমার, এই আমাকে ভেবেই
জমে জমে বালিশ ভিজে যায়। দুঃস্বপ্নে আমাকে দেখেই
বুকের বাম পাশে কম্পন ওঠে তোমার, আমাকে অনুভব করেই।
তুমি চাও আমি যেন কষ্ট না পাই, আবার
প্রতিদিন হাজার বার আমার ধ্বংস কামনা কর
মনে মনে। চাও যেন তোমার দ্বারে ভিক্ষার থালা হাতে হাজির
হয়ে কাকুতি মিনতি করি তোমার কাছে।
নিজের হাতেই মারতে চাও আমাকে।
কিন্তু প্রতি প্রভাতে প্রার্থনা কর যেন দিনশেষে
ভালভাবে ফিরতে পারি আপন নীড়ে।
মারতে পারবে তুমি আমাকে?
এত ক্ষোভ আর অভিশাপ জমিয়ে তোমার ওই দুহাতে
আমাকে গলা চেপে?
চোখের দিকে তাকিয়ে যখন একটু বাতাসের জন্য হাতের
ভিতর ছটফট করব, পারবে আরেকটু শক্ত করে চেপে ধরতে?
আমার উপস্থিতি তোমার কাছে অসহনীয়,
জেনে রেখো, তারপরও তুমি আমাকেই ভালবাসো।
আমাকে ঘৃণা কর?
তোমার এই ঘৃণা আমাকে আরও গভীর করে
ভালবাসার অন্য একটা রূপ মাত্র।
এত ঘৃণা, ক্ষোভ আর রাগ পুষেও হৃদয়ের
ছোট্ট এক কোণে আমার জন্য এই যেটুকু পিপাসা,
এতদিন বাঁকীসব ছিল মেকী, বানোয়াট আর ধাপ্পা,
এটুকুই ভালবাসা।
পরম মমতায় লালন করা এক হৃদয় ভালবাসা।
২৮ এপ্রিল,২০১৬
Osmani Hall
MIST
Dhaka
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮