আমার নাম প্রিন্স। মা বলেন আমি দেখতেও নাকি প্রিন্সের মত। আমি অবশ্য এক্ষেত্রে বিনয়ি। লাজুক হেসে বলি, আরে নাহ (মনে মনে কিন্তু ঠিকই খুশি হই, এটাও জানি আমি আসলেই রাজপুত্র)
হাইট বেশ ভাল ৫ ফিট ১২। হাহা। কি যে বলি। ৫ ফিট ১২ আবার কেমনে হয়। ৬ ফিট আরকি। তবে ওজন টা একটু কম। ৫০ কেজি। ডায়েট করি তো। চোখে চশমার কারনে বেশ জ্ঞানী জ্ঞানী ভাব।
কি সব বকছি। আসল কথাই তো বলা হয় নি।আমি নাভানা তে চাকরি করি। সিভিল ইঞ্জিনিয়ার। বেশ ভাল স্যালারি। আমার বস আমাকে বেশ ভাল পান। মা ছাড়া পৃথিবীর এই আরেকটি লোকের বিশ্বাস আমি নাকি দেখতে রাজপুত্রের মত। তা কথা প্রসঙ্গে বললেন ওনার ওয়াইফের বোনের নাকি বিবাহ যোগ্য একজন মেয়ে আছে। কথাটা শুনেই আমার লজ্জায় গাল লাল হয়ে গেল। যদিও তা বোঝা গেল না। মেয়ে নাকি অসম্ভব ভাল তবে একটু জেদি। পয়গাম পাঠালেই ধেই ধেই করে বিয়ে করতে রাজি হবে এরকম মেয়েই নাকি সে না।
সম্ভাব্য হবু শাশুড়ি বললেন উনি নাকি সারাদিন কোন ব্লগ না কিসে জানি পড়ে থাকেন। বহু কষ্টে সৃষ্টে জোগাড় করলাম এই সামুর ঠিকানা। জানি উনি এখানেই আছেন। তবে আসল নামে নয়, ছদ্মনামে। আমি এখন খুঁজে বেড়াব এই অচেনা জায়গায়, যেন যুগ যুগ ধরে চেনা রাজকন্যা কে।
সাত সাগর আর তের নদীর পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




