ভালোবাসার ভীত বুঝি ছিলো আমার কাঁচা
কারন হেতু মনের মাঝে কষ্ট বাঁধে বাসা।
চাওয়া পাওয়া শূণ্যে মিলায় মন ভেঙ্গে ফাঁলি
হৃদয় নামের ছোট্ট ঘর আজো রইল পড়ে খাঁলি।
শূণ্য খাঁচা পূর্ণ করা আর হলো না শেষ
চলার পথে চলতে হবে এই আছি ভালো বেশ।
তাং: ১১.০৮.২০১৩ইং, মগবাজার, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


