রেজা স্যার...
ঢাকা সিটি কলেজে সায়েন্সে পড়া এমন কাওকে খুঁজে পাওয়া মুশকিল হবে যে কিনা এই নাম খানা চেনে না।
ক্লাসের সেই শুরুর দিন থেকে তিনি ছিলেন এক কথায় ত্রাস!
শুরুতে ভয় পেতাম...ভাবান্তরে কখনো গালিও দিতাম!
একটা মানুষ এত্ত রাগী হয় কিভাবে!
বিচিত্র এই মানুষ-টি ঠিক কিভাবে যে পদার্থবিদ্যার আরাধ্য সুধা বাগে এনে দিয়েছিল ভয়ের কল্যানে তা টের পেতে ঢের বহুত দেরী হয়েছে বটে তবে কড়া চায়ের সাথে নিত্য সিগ্রেট মিশিয়ে খাওয়া এই মানুশ-টিকে যে ঠিক কতখানি সম্মান দিয়ে মনে রেখেছি তা বুঝেছি আরও অনেক পরে...
প্রচণ্ড রাগী পদার্থবিদ্যার এই দার্শনিক আজ নাকি প্রতারণার দায়ে সাব্যস্ত।
নিজেকে পর্যন্ত বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে যে তিনি নাকি জাল সার্টিফিকেট নিয়ে অধ্যাপনা করছেন!!!
স্যার,আর যাই হোক আপনি প্লিজ একবার বলুন সব মিথ্যে...
স্যার,আপনি নিজে এসেও যদি বলে যান তাও আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় যে আপনি একজন প্রতারক...
প্লিজ স্যার!প্লিজ আপনি প্রমান করে দিন সব মিথ্যা!
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



