বিপুল উৎসাহ আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল এদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক বাংলা ব্লগ অর্জুনতলা।মূলত এটা পাবলিক ব্লগ হলেও এর প্রধান উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-দের মত প্রকাশের প্ল্যাটফর্ম গড়ে দেয়া।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ১৯'তম ব্যাচের(২০১০) উদ্যোগে অর্জুনতলা প্রথমে অনলাইন ম্যাগাজিন হিসেবে চালিত হলেও পরবর্তিতে এটির ব্লগ হিসেবে আত্মপ্রকাশ হয়েছে।
ক্যাম্পাস ভিত্তিক যেকোনো সমস্যার কথা,সুখের কথা,দুঃখের কথা,ঘটে যাওয়া অমলিন স্মৃতি কিংবা বন্ধুদের নিয়ে সামাজিক কার্যক্রম সব তুলে ধরতে পারেন এখানে।
লিখুন আপনার মতো,ছড়িয়ে দিন আপনার চিন্তা,সবাই জানুক আপনাকে,আপনার ক্যাম্পাস-কে কিংবা আপনাদের দলগত কার্যক্রম...
আর ঝুলে থাকুন ঝোলে থাকুন সবসময়...
অর্জুনতলা পরিবারের পক্ষ থেকে অগ্রিম স্বাগতম রইল সবার প্রতি...
রেজিস্ট্রেশন করতেঃhttp://arjuntola.com
দেখা হবে একই ছাদের নিচে অর্জুনতলার আড্ডায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



