সাত-ই কার্তিক,
গালিকাহনঃ
এগুলোও গালি
একটু ভেবে দেখবেন?
ভাবতে গিয়েই না যত জটলা বাঁধল!
প্রতিবন্ধিঃএটি প্রায়ই ব্যবহার করতে দেখা যায়।
কিন্তু একবারও ভেবে দেখেছেন আপনি কি করছেন?
প্রতিবন্ধি শব্দ-টা গালি হিসেবে ব্যবহার করলেন তো পুরো প্রতিবন্ধীদলকেই অসম্মানিত করলেন!
হিজড়াঃএই গালি'টা অনেক জনপ্রিয় বটে!
কারও সাথে কথায় পারছেন না?দিয়ে দিন গা্লি!
মানলাম হিজড়া সম্প্রদায় প্রকৃতির বিচিত্র খেয়াল,কিন্তু এতে তো আমাদের কারও হাত নেই!
এমনিতেই এরা মানবজাতির মাঝে সবচেয়ে সুবিধাবঞ্চিত!
তবে কেন এদেরকে গালি হিসেবে ব্যবহার করছেন?
মেয়েঃতুই তো পুরা মাইয়া!
বাহ!কইয়াই খুশি হইয়া গেলেন???
অবাক হয়ে যাই যখন কিনা খোদ মেয়েরাও এতে অভ্যস্ত!
আমার কথা গালির বিশেষায়িত কথাটি কক্ষনোই মর্যাদায় উচু করে না।
তবে আপনি চিন্তা করে দেখুন কাওকে যদি এই গালিটি দেন তবে শুধু তাকেই হেয় করছেন না পুরো নারী জাতিকে এক ধাক্কায় অনেকটা নিচে পাঠিয়ে দিয়েছেন!
আরও কিছু নিয়ে লিখতাম।
তবে আমি আশাবাদী এটা ভেবে যে আমার বন্ধুরাও চিন্তা করতে ভুলে যায়নি।
নিজেকে প্রশ্ন করলেও বুঝা যায় কোনটা ঠিক আর কোনটা নয়।
আমিও এককালে এগুলো গালি বলেই চালিয়ে দিতাম।
আমার বোধদয় হতে দেরি হলেও আশা করি আপনাদের হবে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



