এই বাড়ি আছো ...?
ফোন বাজচ্ছে , ধরছো না যে, ব্যস্ত নাকি নানান কাজে ?
সেলফে রাখা পুরোনো সব কাগজ গুলো
নেড়ে চেড়ে ঝাড়ছো বুঝি স্ম্রতির ধূলো?
নাকি তুমি ক্যালেনন্ডারের পাতার উপর হুমড়ি খেয়ে সময় বাছো?
এই, বাড়ি আছো........?
ধুত্তুরি ছাই, কখন থেকে ফোন বাজচ্ছে
এই যে দেখো, সুইচ ঘড়ি টার মন নাচছে
তারা খসছে আকাশ থেকে মেঘের নিচে চাঁদ কে রেখে
রাতের নদী সাঁতরে পেরোয় দূরন্ত এক বৃদ্ধ প্রহর
অপেক্ষাতে একলা থাকার কী দু্ঃসহ কষ্ট নিয়ে প্রতিটা দিন তবুও বাঁচো
এই বাড়ি আছো..........?
আর কটা দিন এই তো মোটে
তোমার হাতে হাত রেখে রাতের আকাশ দেখার লোভে প্লেন ধরছি
এটা ওটা শপিং করছি......মেলা কাইটের সবুজ শাড়ি
কাল কিনেছি কড়ির মালা, আরো কিছু পাথোর নূড়ি
কী দারুন এক টপ দেখেছি ! লাল বেগুনী ফুলের গাছও
এই বাড়ি আছো...........?
তোমার দেয়া ফর্দ টাকে বাম পকেটে বুকের উপর খুব যতনে বোতাম এঁটে কাল রেখেছি
নিজের দেহের অণ্গ ভেবে ওকে আমি সণ্গে নিয়ে ঘুমোতে গেছি
জ্বলজ্বলে সব তারার মতন বর্ণ গুলো ,সমস্ত রাত আমার সাথে গল্প ছলে
কী নির্ভয়ে পাশেই শুলো
তাকিয়ে দেখি জানালা দিয়ে, দুষ্টু কিছু লাল করবী ঘাড় উচিয়ে
দেখছে আমার না ঘুমানো রাতের খেলা
মাথার ভেতোর চলছে তখন জোনাকীদের নগ্ন মেলা
দুঃচিন্তার সাম্বা নাচ ও
এই, বাড়ি আছো..............?
তুমিও কি মধ্যরাতে দাঁড়িযে একা আকাশ দেখো প্রান্ত রেখা..?
এরোপ্লেনের ডানায় চড়ে স্বপ্ন গুলো উড়াল দিলো
আমাদের তো ভালই ছিলো
অগ্নি , জল, আর আমরা দুজন
পড়ঁশি কিছু বন্ধু সুজন
এত্তটুকুন ফ্ল্যাট এর ভেতর কাটছিলো দিন সাদা কালো
হঠাৎ রণ্গিন স্রোতের হাওয়া, দমকা বাতাস
কারার মত দুঃসহ এই একলা প্রবাস
জীবন টাকে টানছি কেবল......
জীবন তো নেই , একলা তো না তবু আমার সান্তনা এই
সণ্গি আমার কাচঁ ঘেরা ওই বন্দি দুটো রণ্গিন মাছও ।
এই বাড়ি আছো.............?
ফোন বাজছে , ধরছ না যে?
বাদ দাও তো , আজে বাজে চিন্তা গুলো
মন দে শোন, পরে না হয় আণ্গুল গুনো
ক্যালেন্ডার এ দাগ কেটে দাও, ওদের জানাও,
আসছি আমি ডিসেম্বরের বিশ তারিখে
দিনটা না হয় রাখো লিখে , তোমার খাতার ওখানটাতে
বুঝেছো তো.....?
গভীর রাতে ঘড়ির সাথে পাল্লা দিয়ে
যেখানে এক হৃদয় নাচে তিরতিরিয়ে
এই যে , দেখো টুপ করে এক জলের ফোঁটা পড়ল ঝরে
আকাশে তো মেঘ করেনি, কোত্থেকে এই বৃষ্টি পড়ে
তাহলে কি ভাণ্গলো তোমার চোখের কাঁচও
এই, বাড়ি আছো............?
ব্লগ এ সবাই ভালো লেখেন । আমি কিছু কবিতা শেয়ার করছি । এই কবিতা টা আমার খুব পছন্দের।
আরো কিছু পোষ্ট করবো।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



