সকালবেলা ঘুম থেকে উঠে সারা বিছানা জুড়ে আড়মোড়া ভাঙ তুমি। রোদ উঠে গাছে অনেক আগেই। একটা কাক তোমার জানালার পাশে বসে থাকে। অলস চোখে তাকিয়ে থাক তুমি। তাকিয়ে থাকে কাকটাও। তোমাদের দু’জনের মাঝে অনেক মিল। কারো জীবনেরই কোন স্বাদ নেই। নেই কোন চিন্তা। অতীত, বর্তমান কিংবা
কড়া রোদে দাড়িয়ে দু’টাকা দামের আইসক্রিম খেতে খেতে নিজেকে আরো সুখী মনে হয়। নিজেকে এক সময় হিমু হিমু লাগতে থাকে। জুতা খুলে হাঁটার চেষ্টা কর তুমি। কড়া রোদে উত্তপ্ত পিচ তোমার বিরুদ্ধাচরণ করে। সকালে নাস্তা করা হয়নি। বৈশাখের রোদ এত কড়া হয় তোমার জানা ছিল না। ক্ষুধা আর রোদের তীব্রতা তোমার ভাল লাগার পরিমাণ বাড়াতে থাকে। নিজেকে অনেক স্বাধীন মনে হয় তোমার। আজ তোমার অনেক দূরে যেতে ইচ্ছে করছে। যেখানে নেই কোন সৃষ্টিকর্তা। কিছুদিনের কিংবা কিছুক্ষণের জন্য তুমি স্বাধীন হতে চাও।
তোমার মনে পড়ে সেই ছেলেটির কথা, সামান্য ঘটনায় এক বড় ভাই যার বুকে ব্লেড দিয়ে গ্রাফ পেপারের গ্রিড এঁকে দিয়েছিল। তুমি দেখেছিলে তার রক্তাক্ত বুক। এম্বুলেন্স এসে নিয়ে যায় তাকে। তোমার মনে একটিবারের জন্যও খারাপ লাগেনা। ঘাসের উপর মৃত প্রজাপতি দেখেও তোমার কষ্ট লাগেনা। কষ্ট পাওয়ার অনুভূতিগুলো এখন তোমার নষ্ট হয়ে গেছে। সাধুতার খোলসে ঢাকা মানুষগুলোকে তুমি সহাস্যে বলে যাও “আমি একটা খারাপ মানুষ”। কথাটি বলতে বিন্দুমাত্র কষ্ট হয়না তোমার। নিজেকে খারাপ ভাবার আনন্দে তোমার চোখ ছল-ছল করে। সেই ছলছলানি কেউ দেখতে পায়না।
এক কিলোর মাঝামাঝিতে গাছের নিচে বসে বসে ড্রপ কোর্সের হিসাব মেলাও তুমি। সর্বনিম্ন কত ক্রেডিট কমপ্লিট করে পাস করা যায় ভাবতে থাক। একটি কুকুর এসে তোমার পাশের গাছটির নিচে আড়মোড়া ভেঙে ঘুমিয়ে পরে। ভাসিটির কুকুরগুলো খুবই অলস। কুকুরটা লেজ নাড়ায়, হাই তুলে। তুমিও হাই তুল। আবারও মনের ভেতর এক অদ্ভুত ভাল লাগা সৃষ্টি হয় তোমার। “পাশ না করলে কি আর হবে”। লিলুয়া বাতাসে চোখ বন্ধ হয়ে যায় তোমার।
বাউন্ডুলে অনুকাব্য
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



