আপনার আমার ও তাদের মধ্যে কোন রকম ফারাক নেই।
রক্ত-মাংস-হাড্ডি-মজ্জায় আলাদা করা যায় না।
তবু তারা স্পেশাল। তারা এলিট। তাদের জন্য ৩০%। আপনার জন্য সেখানে কোনো সুযোগই নাই।
আপনি কি মনে করেন আপনি বৈষম্যের শিকার?
লেভেল প্লেয়িং ফিল্ডে নেই আপনি।
কি করার আছে আপনার?
কি?
-->
আছে। আপনি নিজেই উদ্যোক্তা হন। নিজেই চাকুরিদাতা হন। নিজের পায়ে নিজে দাড়ান। সমাজের একটা লেভেলে নিজেকে সুপ্রতিষ্ঠিত হন। যখন আপনার সুযোগ হবে তখন এর বিরুদ্ধে সহজবোধ্যভবে যুক্তি সহকারে দৃঢ়তার সাথে আপনার মতামত তুলে ধরুন। এটুকুই আপনার দ্বায়িত্ব। এতেই সন্তুষ্ট থাকুন।
দেখবেন, এই অন্যায়ের মাধ্যমে সুযোগপ্রাপ্তরা সৎ না থাকলে ৩০ পার্সেন্ট ইতিহাসের এক কালো অধ্যায়রূপে চিহ্নিত হয়ে থাকবে। এরা করুণার পাত্র হয়ে সবার কাছে নীচু হয়ে থাকবে। আর, আপনি মাথা তুলে নিজের পায়ে দাড়িয়ে তা উপভোগ করবেন।
ভালো থাকুন। সৎ থাকুন। শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


