গল্পঃ রঙ্গমঞ্চ
১.
মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ঠিক হলো, আমরা - মানে আশকোণা দক্ষিণ নাট্যসমাজ – এবারের বর্ষায় তারাশঙ্করের ‘কবি’ উপন্যাসটা মঞ্চে তুলছি। নাট্যরূপের দায়িত্ব বরাবরের মতই আমাদের রেসিডেণ্ট সাহিত্যিক আশরাফের হাতে। সে আশ্বাস দিয়েছে দু’দিনের মধ্যে স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। সাধারণতঃ নাটকে নির্দেশনা দেয় সবার অভিভাবক, সুতাব্বু, (আপার নাম কোন এক কালে ছিল... বাকিটুকু পড়ুন