মিলনের অপেক্ষায় কবিতার ছন্দ,
নির্ভেজাল বাতাস, সন্ধ্যার আকাশ,
দূরের আকাশে সাদা মেঘ ভেসে যাওয়া
সহস্র তারাকে ম্লান করে জোছনার ঘনঘটা;
কিংবা সকালের শিশির ভেজা বালুকায়
সাগর পারের উন্মাতাল প্রাণ।।
বিকেলের মুগ্ধ করা গানে রাতের বিষন্নতা,
তাচ্ছিল্লের চাহনিতে যার আকাঙ্খা ভরা প্রাণ
কিংবা গিটারের ছেরা তারের টুং টাং;
অন্দরমহলের ভেঁসে আসা কলতান,
আর কবিতায় তোমার আমার ব্যাবচ্ছেদ,
ট্রাসে পরে থাকা মুচরানো কিছু স্মৃতির টুকরো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




