তুমি ফিরাবে কি শূন্য হাতে, আমারে
প্রিয় হে প্রিয়, তুমি ফিরাবে কি শূন্য হাতে, আমারে।।
যে তোমারে দিল রে পরাণ,
দিলো প্রেম দিলো এতো গান,
কিছু কি দেবার নাহি তারে?
তুমি ফিরাবে কি শুন্য হাতে আমারে।
আমি দীর্ঘ আলস দিনমান,
তব দুয়ারে বসে গাহি গান,
প্রভাতেরও মঞ্জরী নিরবে শুকায়,
দিন শেষে আঁধারে।।
আমার এ প্রেম জ্বলে ধুপের মত ,
আপনারে গোপনে দহিতে,
সে যে পথের কুসুম সম, পারে না তো হায়-
দ্বীনের ও অবহেলা সহিতে।
তুমি যত ব্যাথা দিয়েছ নিঠুর,
মোর কাছে সবই যে মধুর,
তুমি ফিরালেও তাই ফিরে আসি
বারে বারে তব -
তুমি ফিরাবে কি শুন্য হাতে আমারে।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




