এই কিচ্ছুক্ষণ আগে কথা হচ্ছিল এক কলিগের সাথে। তার বাসার টিএন্ডটি ফোনটি নষ্ট 1 মাস ধরে। কতই না কমপ্লেন করল, প্রথম প্রথম কাচু মাচু করে বলত, ভাই আমার ফোনটা খারাপ, একটু দেখবেন? নাহ, কোন কিছুতেই কাজ হয়না। তারপর শুরু হলো, সরকারী বড় কর্মকর্তা সেজে ঝারী দেয়া। এবার কিন্তু কাজ কিছুটা শুরু হলো। লাইন ম্যান গিয়ে হাজির হলো তার বাসায়। সেথানেও আমার কলিগ ভাব নিয়ে দিল ঝারী। লাইনম্যান অগ্যতা বুঝে গেল এখানে তার স্বভাবসুলভ টাকার খেলা চলবেনা, চালাতে গেলে পিঠের চামড়া থাকবেনা। কি আর করা, অবশেষে, লাইন ঠিক করে ব্যজার মুখ নিয়ে বাড়ী ফিরল(খাইয়ালামু)।
তাই ভাবি, হায়রে আমার দেশ, এখানে পাবলিক ফ্যাসিলিটির জন্যও মানুষকে হয় মিথ্যার আশ্রয় নিতে হয় না হলে নিতে হয় টাকার আশ্রয়।
আগে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ী জমাবো ভাবতেই পারতামনা আর এখন দিনে দশবার ভাবি...........................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



