দিনদিন আমার শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি হচ্ছে । আমি আর আগের মতো হাসতে পারি না , খেলতে পারি না । এমন কি বন্ধু দের সাথে আড্ডা দেবার ক্ষমতা ও আর অবশিষ্ট নেই । ইদানিং ঘর থেকে বের হই না বললেই চলে । পেপার পত্রিকা কিংবা রেডিও টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছি প্রায় বছরখানেক হলো। মাঝে একটা সময় ছিল যখন খুব কাদঁতাম একা একা
যে কারণে আমি আজ এরকম :
প্রাককথন :
সেই ছোট্টবেলা থেকেই আমি চিরকাল মার খেয়ে আসছি । ছোটবেলায় আমার বন্ধুরা বিভিন্ন কৌশলে আমাকে মারতো । একটা খেলা ছিল বোমবাষ্টিং নামে - যেখানে একটা টেনিস বল দিয়ে একজন আরেকজনের গায়ে লাগাতে হতো । খেলার নিয়ম ছিল - যার হাতে বল থাকবে সে তার নিকটবর্তী খেলোয়াড়কে জ্বলাবে (গায়ে বল ছুড়ে মারবে) । কিন্তু, আমার বন্ধুরা কেন যেন আমাকেই টার্গেট করতো আর ষড়যন্ত্র করে আমাকেই শুধু জ্বলাতো । আমি এর কোনো কারণ খুঁজে পেতাম না । আর ওদের থেকে শক্তি ও আমার কম ছিল তাই কখনো প্রতিবাদ করতে পারতাম না আমি । প্রতিদিন মার খেতাম আর বাসায় এসে একা একা কাঁদতাম !!! কিন্তু পরদিন বিকেলে ঠিক ই আবার খেলতে যেতাম এই ভেবে যে - হয়তো আজ আর মার খাবো না । কিন্তু সেদিন ও চোখের জল নিয়েই আমাকে বাড়িতে ফিরতে হতো
বাসার ভেতরকার অবস্থা ছিল আরো ভয়াবহ । আমার মায়ের অত্যাচারের সেই সব দৃশ্য মনে পড়লে এখনো আমি বাকরুদ্ধ হয়ে যাই ! তার কয়েক ধরনের শাস্তির ভেতরে ছিল -
* বাথরুমে কয়েক ঘন্টা আটকে রাখা । দিনের বেলায় তবু সহ্য করা যেত কিন্তু রাতের বেলা লাইট বন্ধ করে যখন আটকে রাখতো তখন ভয়ে আমার অন্তরাত্বা শুকিয়ে যেত । তাছাড়া বাথরুমে প্রায়ই বড় সাইজের মাকড়সা আর টিকটিকি থাকত যেগুলোর ভয় দেখানো ও ছিল শাস্তির একটা অংশ ।
* পেটে এমন খিমচি (জোরালো চিমটি) দিতো যে গলগল করে রক্ত বেরিয়ে আসতো । তখন আমার বয়স বড়জোর ছয় কি সাত । আর এ শাস্তি চলেছে আমি যখন ক্লাস এইটে পড়ি সেই পর্যন্ত ।
* হাতের দু 'আঙুলের ভেতরে কলম ঢুকিয়ে জোরে চেপে ধরতো যার ফলে পরবর্তীতে আমার হাতের কয়েকটা আঙুল বিভিন্ন দিকে বেঁকে যায় । অবশ্য এটা ছিল ক্ষুদ্রতম শাস্তি
* কখনো কখনো খাওয়া বন্ধ করে দিতো , কখনোবা বাসার বাইরে বের করে দিতো দু'চার ঘন্টার জন্য , কখনো হয়তো ঘুমের ভেতরে বেধড়ক মার শুরু করতো ... বেত, খাটের স্ট্যান্ড , চেয়ারের পায়া , বাথরুমের একটা খোলা স্টিলের পাইপ ছিল - যখন যেটা হাতের কাছে পাওয়া যেত সেটাই চলতো আরকি ...
* সবথেকে ভয়াবহ শাস্তি ছিল - দেয়ালের সঙ্গে মাথা ধরে বাড়ি দেয়া ! অর্থাৎ সে আমার মাথাটা ধরে দেয়ালের সঙ্গে ধাক্কা দিতো ।

এটা আমার ক্লাস ফাইভ এ থাকাকালীন তোলা ফটো ।
( কেউ ভাবতে পারে আমি হয়তো খুব খারাপ ছিলাম বিধায় এ ধরনের শাস্তির ব্যবস্থা । কিন্তু তাদের সে ভাবনা ভুল । কারণ , ছোটবেলা থেকেই এমন টাইপের ছিলাম যে - কেউ মারলে তাকে উল্টে না মেরে বরং তার হাত ধরে বলতাম - ব্যাথা পাননি তো ? )
তাহলে শাস্তি কেন পেতাম ? খুব ছোটখাটো কারণে যেমন : দুপুরে না ঘুমানো , পড়ার সময় কোনো টিভি সিরিয়াল দেখার বায়না ধরা , সকালবেলায় ঘুম থেকে দেরীতে ওঠা , গল্পের বই পড়া, ছোট ভাই-বোনের সঙ্গে কথা কাটাকাটি কিংবা মারামারি .......
মা যে শুধু নিজে শাস্তি দিয়েই ক্ষান্ত থাকতেন তা নয় । বাবা অফিস থেকে ফিরলে তিনি বাবার কাছে পুনরায় নালিশ দিতেন । তারপর ঐ এক অন্যায়ের কারণে বাবার মার ও খেতাম । সবচাইতে কষ্ট লাগতো তখন যখন ছোট ভাই-বোন মিথ্যা নালিশ করে আমাকে ডাবল মার খাওয়াতো ।
ক্লাস নাইন এ থাকাকালীন আমি প্রথম এর প্রতিবাদ করি । প্রতিবাদ করায় অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায় । এরপর শাস্তি দিতে কোনো ই্যসু লাগতো না । যখন তখন বিনা নোটিশেই ...
এ মুহূর্তে একটু অন্য প্রসঙ্গে যাই । আমার মা সেলাই জাতীয় টুকিটাকি কাজ (ব্লক , বাটিক, এমব্রয়ডারী, এপলিক ...) করতেন বাসায় । এ সময়টায় তিনি পুরোপুরি এতে আত্ননিমগ্ন হয়ে যান । সারাদিন ই প্রায় বাইরে বাইরে থাকতেন আর সন্ধ্যা হলেই বাসায় ফিরে আমাকে আর অন্যান্য ভাইবোনগুলিকে শাসন শুরু করতেন । সারাক্ষণ ই কেন যেন তার মেজাজ গরম থাকতো ।
.......
২০০৫ সালের কথা । এস.এস.সি তে আরো অনেকের মতোই জি.পি.এ ৫ পেলাম । আমার বন্ধুরা কেউ কেউ ঢাকায় চলে গেল । আমি ও দিনরাত স্বপ্ন দেখতে লাগলাম হয়তো এ যন্ত্রনা থেকে এইবার মুক্তি পাওয়া যাবে ! খুব ইচ্ছা ছিল নটরডেমে পড়ার । কিন্তু আমাকে সেখানে পরীক্ষা দেয়ার সুযোগটা ও দেয়া হলো না । অনেক কাকুতি মিনতি করলাম বাসায় - অন্তত ঢাকার যে কোনো ভালো একটা কলেজে পড়বো বলে ! তা ও হলো না ।
আমাকে বলা হল - আমি নাকি মশারি টানাতে পারি না , একা একা খেতে পারি না , বাইরে রাস্তা পার হতে পারি না ...
এইসব ফালতু অযুহাত দিয়ে তারা আমার ঐ সময়কার স্বপ্নটাকে মাটি চাপা দিলো
* কেউ যখন জানতে চাইতো - 'তোমার বয়স কত ?'
* কেউ যখন প্রশ্ন করতো - 'এ প্লাস পেয়ে তুমি এইরকম নামহীন একটা কলেজে ভর্তি হলা কেন ?'
বেশিরভাগ সময় আমি অন্য প্রসঙ্গ টেনে এড়িয়ে যেতাম, মাঝে মাঝে মিথ্যে বলতে হতো । সত্য বলতে শঙ্কা হতো - যদি তা শুনে সবাই ধিক্কার দেয়, এড়িয়ে চলে !
আমি তখন বাইরে খুব একটা বের হতাম না । যদি আগের কোনো ক্লাসমেট কিংবা ব্যাসমেটের সঙ্গে দেখা হয় এই লজ্জায় ! এভাবে একসময় এইচ.এস.সি পরীক্ষা ও হয়ে গেল । ইউ.সি.সি তে 'ক' ইউনিটে ভর্তি হলাম ভার্সিটি কোচিং করার জন্য । মাত্র ৭ দিন ক্লাস করার পর জন্ডিসে আক্রান্ত হয়ে বাসায় চলে আসি । প্রায় দেড় মাস পর ফিরে গিয়ে দেখি ক্লাস শেষ , তখন স্পেশাল কেয়ার নিচ্ছে যারা ইউ.সি.সি তে পরীক্ষায় ভালো করেছে তাদের । আমি যেহেতু পরীক্ষা দিইনি তাই স্পেশাল কেয়ার এর আওতাভুক্ত নই । কিন্তু এতদিন হয়ে যাওয়া ক্লাসের লেকচার শিটগুলো (অসুস্থতার কারণে যে লেকচারগুলি পাইনি) আমার দরকার ছিল তাই গেলাম নিতে । অফিস থেকে বললো - এটা চেয়ারম্যানের রুম থেকে নিতে হবে । ইউ.সি.সি চেয়ারম্যান তখন মিঃ পাটোয়ারী ।
গিয়ে বললাম - স্যার, আমি অসুস্থার জন্য গত দেড়মাস ক্লাস করতে পারিনি । আমাকে লেকচার শিটগুলি দেন ।
তিনি বললেন - কি হয়েছিল ?
'জন্ডিস ।'
'তুমি যে সত্যিই অসুস্থ ছিলে তার প্রমাণ কোথায় ?'
জানতাম এরকম একটা কিছু হবে । তাই মেডিকেল সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম । ওটা দেখালাম ।
তিনি বললেন - ঠিক আছে । তোমার গার্জিয়ান কে খবর দাও । সে আসলে তোমার লেকচার শিট দিব ।
আমি বললাম - স্যার, আমার গার্জিয়ান এখানে থাকেন না ।
তিনি বললেন - গার্জিয়ান ছাড়া লেকচার শিট দেয়া যাবে না ।
আমি বললাম - ঠিক আছে স্যার । আমার লেকচার শিট লাগবে না ।

ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় ।
এটাই ছিল ইউ.সি.সির সঙ্গে আমার শেষ সাক্ষাৎ । ঐদিন ই আমি প্রতিজ্ঞা করলাম - বাংলাদেশের কোথা ও 'ক' ইউনিটে আমি পরীক্ষা দেব না
রুমে এসে Physics, Chemistry, Biology, Math বই আর গাইড দড়ি দিয়ে বাঁধলাম এবং ঐ বিকেলেই সবগুলো কেজিদরে (সম্ভবত ৬৭ টাকায়) বিক্রি করে দিলাম । এরপর আমি পড়াশুনা ছেড়ে দিলাম । সারাদিন শুধু ঘুমাতাম । ওহ্ এর মাঝে এইচ.এস.সির রেজাল্ট দিয়েছে যা আমার হতাশার মাত্রাকে (মাত্র ৪.২) প্রলম্বিত করলো । আমি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিলাম । দিনরাত শুধু ঘুমাতাম । শরীর শেষ হয়ে গেল ।
এসময় কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিলাম (শুধুমাত্র 'ঘ' ইউনিট) ; যে আমি কোনোদিন সাধারন জ্ঞান পড়ি নাই
ইস্ ! কষ্টগুলি যদি তখনো আমাকে ছেড়ে যেত বোধহয় কিছুটা স্বাভাবিক হতে পারতাম । কিন্তু তা আর হবার উপায় কোথায় ? জন্ডিস আবার ধরলো , তারপর পক্স । পরীক্ষার ঠিক আগে আগে চোখে সমস্যা দেখা দিল ; অপারেশন করালাম , চশমা নিলাম । পরীক্ষা আর দেয়া হলো না । আবারো ফার্ষ ইয়ারে । কিন্তু এখন আর আগের লজ্জা নেই ।শুধু বিষন্নতা আর ঘুমের সমস্যার দরুন এখন ক্লাস করতে পারি না । হয়তো অচিরেই পড়াশুনা ছেড়ে দিতে হবে !
.............................
এখন আমি একটাই স্বপ্ন দেখি আমার থেকে হাজার গুন বেশি কষ্ট পাওয়া একজন মানুষকে নিয়ে
- যাকে আমি ভালোবাসি
- যার বিরহে অহর্নিশি একলা একলা কাঁদি-হাসি ।
তাকে নিয়ে অন্য কোনো গ্রহে ছুটে যেতে ইচ্ছে করে খুব ! -যে গ্রহে কোনো মানুষ নেই , নেই কোনো শারীরিক কিংবা মানসিক শাস্তির আতংক !
পুনঃশ্চ : কিছুদিন ধরেই আমি খুব কাদার চেষ্টা করছি কিন্তু পারছি না । তবে, আমি জানি আমাকে কাঁদতে হবে নইলে আমি বাঁচবো না !
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


