
নতুন ন্যান্সি! শিরোনামেই কথিত সুশীল পত্রিকার উদ্দেশ্য প্রকাশ করে দেয়! সুস্পষ্ট ইঙ্গিত!
কিসের ইঙ্গিত?
কেন, বিয়েহীন-সংসারের বন্ধনহীন জীবন প্রশংসাযোগ্য ও গৌরবের!
নতুন?! বাংলাদেশে গান সম্পর্কে যারা মোটামুটি সচেতন তারা ন্যান্সিকে অনেক আগে থেকেই চিনে। সে আবার নতুন হলো কিভাবে?!
হুমম প্রথম আলো'র, "বদলে দাও বদলে যাও" শ্লোগানের সাথে মিল রেখে নিশ্চয় কোন কিছু বদলিয়েছে!
কিন্তু সেটি কি?
কেন, জানেন না ন্যান্সি কিছুদিন আগে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে?!
তো এর সাথে নতুন-এর কি সম্পর্ক?
আছে আছে! ন্যান্সি এখন ফ্রি! বিয়ে-সংসারের বাঁধা মুক্ত। কখন-কোথায় যাবে, থাকবে তা জিজ্ঞেস করার দুঃসাহস আর কারো নেই।
হাবিবরা আরো কাছে আসবে, নতুন স্বপ্ন দেখাবে, দেখবে! রাশি রাশি স্বপ্নের জগতে ভ্রমন করবে। জীবনকে উপভোগ করবে বিনা বাঁধায়, পিছুটানহীন ভাবে...!
নতুন ন্যান্সি-নতুন জীবন!
ঠিক এ ধরনের সমাজ ব্যবস্থা তৈরিই প্রথম আলো'র বদলে যাওয়া শ্লোগানের অন্যতম উদ্দেশ্য!
কি প্রয়োজন এসব বিয়ে-সংসার-বাচ্চা-কাচ্ছার ঝামেলায় যাওয়ার?!
তাই বিয়েহীন থাকো। বিয়ে করে থাকলে ভেঙ্গে দাও, মুক্ত হয়ে যাও! নতুন হয়ে যাও! তোমার সাফল্যের পথে কেউ আর বাঁধা হয়ে দাঁড়াবে না!
ডিভোর্স নেয়া ন্যান্সিকে "নতুন ন্যান্সি" হিসেবে অভিহিত করে সেই জীবনের প্রতিই কি উৎসাহিত করলো কথিত সুশীল প্রথম আলো? তথাকথিত রঙ্গিন জগতের বেলেল্লাপনার আরেকটি উদাহরণ হতে যাচ্ছে ন্যান্সি?!
আচ্ছা ডিভোর্স দেয়া-নেয়া কি গৌরবের? ন্যান্সির কথা অনুযায়ী, "বিভিন্ন বিষয়ে আমাদের ঠিক মনের মিল হচ্ছিল না। সমস্যাটি আমার গানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। শেষ পর্যন্ত ...ছয় বছরের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিই।’"
পৃথিবীতে স্বামী-স্ত্রী কি সকল বিষয়ে সবসময় একমত হতে পারে? মতের ভিন্নতা-মনোমালিণ্য কি হয় না? তাই বলে ডিভোর্স? এটি এত সহজ হয়ে গেল কেন? নাকি ডিভোর্স ন্যান্সিদের প্রফেশনের সাথে ঔতপ্রোত ভাবে জড়িত?
ন্যান্সি-সৌরভ কিছুদিন পরেই নতুন কারো সাথে জুটি বাঁধবে। এখন নতুন পার্টনারের (পার্টনার বলছি কারণ বিয়ে ছাড়াই জীবন যাপনে এখন উৎসাহ দেয়া হচ্ছে) সাথেও যে সব বিষয়ে মিল হবে তার গ্যারান্টি কি?
এরপর কি সেখানেও বিচ্ছেদ-ডিভোর্স চলতে থাকবে? এসব কি কোন সুস্থ মানুষের জীবন? ওই জগতটি কি ন্যান্সিদের মানসিক ভাবে অসুস্থ করে তুলছে না? তথাকথিত সুশীল মিডিয়াগুলো ওই অসুস্থ পথকে উৎসাহ দিয়ে কি সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতা ধ্বংস করে দিচ্ছে না?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫