এই ব্যর্থতা মনেহয় মানসিক ব্যর্থতা। আমি মানুষ হিসেবে বেশ খানিকটা অলস অনেকটা নিষ্কর্মামানুষও বলা চলে । বেশকিছু দিন যাবৎ ফেসবুকে নিজের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছি। ফেসবুকে কেউ কোন নতুন ছবি আপলোড করল কি-না, কে কি স্ট্যাটাস দিয়েছে এইদিকেই বেশি নজর দিয়ে থাকি। বেশকিছু দিন যাবৎ শরীরটাও তেমন ভালো যাচ্ছে না জ্বর জ্বর ভাব, আবার রাতবেলায় ঠান্ডা-ঠান্ডা ভাব। শরীরটাও একটু শিরশির করছে শীত করছে। ফেসবুক অপেন করে বসে আছি। ফেসবুকে কয়েকজন চ্যাটে মাঝে ম্যাসেজ পাঠাচ্ছে-
hi, hello, কেমন আছেন, এত রাতেও ফেসবুকে ? আপনি ভালো আছে ? ভাই ফেসবুকে আপনের ছবি দেনা কেনো ? আপনার বাড়ি কোথায় ? পুতুল তুমি কি ছেলে না মেয়ে ? এই মিয়া চ্যাটে উত্তর দেওনা ক্যান ? পুতুল মাঝে মাঝে তুমি দেখাযায় ভাব লও ? ওরে ভাই দোয়েল পাখি ছাড়া কি দেশে কোনো পাখি নাই? ভাই কি জীবিত আছে না-কি কোথায় গুম হয়েগেলেন ? hi friend ? কি ভাইসাব কই আছুইন। পুতুল ভাই,GP তে 5০০MB প্যাকেজ কি ভাবে নিবো? Please like/visit my page. হে পাখি রাজ F KMON ASO? HI KMN F? Hello bay.ki obosta...? ভাই, ফোন দিচ্ছিলাম কিন্তু আপনে ফোন ধরলেন না।
এমন সব ম্যাসেজ দেখে খালি মুখ বুঝে চুপ করে নিরবে দেখে যাচ্ছি কারণ আমার কম্পিউটার কি-বোর্ড কাজ করছেনা। যে বাটনে চাপ দেওই সেখানেই শুধু +++++ লেখাটি দেখায়। ইচ্ছে করলে কম্পিউটারে স্ক্রিন কি বোর্ড এর সাহায্য নিতে পারতাম কিন্তু কষ্ট করতে ইচ্ছে করছেনা। পাশে মোবাইলটি টিং টিং করছে, মনেহয় কেউ ফোন করছে কিন্তু ফোনটি রিসিভ করতে ইচ্ছে করছেনা। কেউ যদি ফোনটি রিসিভ করে আমার কানে কাছে ধরতো তাহলে কেমন হতো। মনেমনে ভাবছি আমার যা প্রয়োজ সবকিছু যদি চোখের ইশারায় করতে পারতাম বা সবকিছুই যদি হাতে কাছে পাওয়া যেতো তাহেলে কেমন হয়।
আসলে এমন চিন্তা-ভাবনা অলস নিষ্কর্মা মানুষের মাঝেই বেশি দেখাযায়, তাছাড়া এমনটি মানসিক দুর্বলাতার মানুষের লক্ষণ। মানুষ জাতিও এমন একজাতি সহজে নিজের মানসিক দুর্বলাতাকে মেনেও নিতে পারে না। (আমিও বাদ নই) তাদের মাঝে আমিও একজন। নিজের কাছে মনেহয় মানসিকভাবে সবল মানুষদের কাছে ব্যর্থতা কোনো ব্যাপার না। কারণ সাফল্য এবং ব্যর্থতা মানুষে সাথে মিশে আছে।
অনেক দিনে আগে একটি বই পড়েছিলাম সেখানে চীনা এক দার্শনিক ইয়াটুং তার এক বইতে লিখেছিলেন সত্যিকারে মানসিক শাস্তি আসে সবচেয়ে খারপকে মেনে নিলে, তবে আমি আমার জানমতে কোনো খারপকে গ্রহন করেছি বলে মনেও হচ্ছেনা। মানুষের শারীরিক শাস্তির চেয়েও ভয়ানক কষ্ট মানসিক শাস্তি। শরীরের কষ্ট একসময় সয়ে যায়, যেকোন ঘাঁ একসময় ভরাট হয়ে আসে, আঘাতের দাগ একসময় মুছে যায় কিন্তু মনের কষ্ট দেখাও যায়না আর তা সহজে মুছা যায় না।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪