পাক্কা ৮ বছর পর লেখালেখি শুরু করছি । মাঝে সময়টা যে কিভাবে কেটে গেল...! আগে লিখতাম কবিতা, আর এখন লিখছি ওয়েব নিয়ে । গত ৪টা বছর এটা নিয়েয় কেটেছে। প্রথমে ছিল নেশা আর এখন এটাই আমার পেশা ।
এখনকার লেখালেখির উদ্দেশ্য –
প্রায় প্রতিদিন ৪-৫ ফোন কল পাই...সবার একি প্রশ্ন... কিভাবে ইনকাম করা যায়, কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা সম্ভব। সবার এ আগ্রহ আমার বেশ ভাল লাগে ।
আজ এ বাপারে বলব...তার আগে বলে নিই...আমি নিজে অনেক কিছু জানি না । অল্প কিছু জানি, যা জানি সেটাই শেয়ার করব।
ইন্টারনেট হতে ইনকাম করার সেরা ৭ টি উপায় ঃ
আজ শুধু একটি উপায় বলব -
অনলাইন আডভারটাইজমেন্ট ঃ এজন্য আপনার একটি ব্লগ অথবা ওয়েবসাইট থাকা দরকার যেখানে আপনি আডভারটাইজমেন্ট স্পেস বিক্রয় করবেন । যখন কেউ আপনার ব্লগ অথবা ওয়েবসাইট এ এসে ঐ আডভারটাইজমেন্ট এ ক্লিক করবেন সেটা থেকে আপনি কমিশন পাবেন ।
তবে এই কমিশন ২ভাবে আসতে পারে –
• একটি হল প্রতি ক্লিক হতে (বেশি জনপ্রিয়)
• অন্যটি প্রতি পেজ ইম্প্রেসন হতে।
অনলাইন আডভারটাইজমেন্ট ্কারা দেয় ?
• Google Adsense ( বাংলাদেশ হতে আমাদের জন্য সবচেয়ে সহজ )
• Bidvertiser (এটিও ভাল কিন্তু আমার দেখা কেউ বাংলাদেশ হতে ইনকাম করেনি। )
• Yahoo advertisement (শুধু USA এর জন্য)
আরও অনেক আছে, কিন্তু কারও পেমেন্ট ভাল নাহ, কেউ বাংলাদেশ এ টাকা পাঠান নিয়ে ঝামেলা করে ।
পড়াতে চাই - অনলাইন এ ইনকাম,ওয়েব ডিজাইন,সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
সেল ফোন ঃ ০১১ ৯৬ ০৯ ৪৪৪ ২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



