
how to create mirror effect in Adobe Fireworks
এরকম অনেক ডিজাইন দেখা যায় এখন যা অনেক জনপ্রিয় । এটাকে মিরর ইফেক্ট বলে । Photoshop বা Illustrator এও এরকম অনেক ডিজাইন করা যায় ।
কিন্তু আমি গ্রাফিক্স এর কাজে বেশি use করি Adobe Fireworks CS3 । এটতে কাজ করার মজা হল সহজে সুন্দর ডিজাইন করা যায় । আজকে Adobe Fireworks CS3 তে কিভাবে মিরর ইফেক্ট করা যায় সেটাই বলব ।
• আপনি যদি টেক্সট মিরর করতে চান তাহলে এক ভাবে আর
• যদি ইমেজ করেন তাহলে একটু অন্য রকম ।
টেক্সট মিরর ঃ
1. যা লিখতে চান সেটা লিখুন – আমরা এখানে লিখছি http://www.todaysnote .com
2. এরপর ডান পাশে দেখুন কিছু স্টাইল দেয়া আছে । ইচ্ছে মত স্টাইল এ ক্লিক করুন, সেরকম ডিজাইন হয়ে যাবে । দেখুন – চিত্রতে

3. এরপর আপনার টেক্সট কপি করে পেস্ট করে দিন
4. এরপর modify > transform > flip vertical । এতে করে আপনার লেখাটি উলটে গেল।
5. এখন লেখাটিকে arrow ব্যবহার করে টেনে নিচে নামিয়ে দিন , যাতে করে এটিকে আগের লেখাটির ঠিক নিচেই থাকে ।
6. এখন নিচের লেখাটি select থাকা অবস্থায়
Command > creative > fade image এ ক্লিক করুন ।


হয়ে গেছে । এখন আপনার মত করে আপনি এটিকে use করতে পারেন।
আর ইমেজ এর জন্যও এভাবেই চেস্টা করে দেখুন ।
ওহ – - সামনে Adobe Fireworks CS3 নিয়ে আরও লিখব - -
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



