আজ google এর জন্মদিন
জানাই শুভেচ্ছা তোমাকে google.
তুমি যেন অন্ধকারের দিশা,
তোমার বুকে কীবোর্ড টিপে
অজানাকে জানি সবাই, অদেখা কে দেখা।
তোমার বানানো সার্চ ইঞ্জিনে
সবকিছুই পাই খুজে।
তোমার তৈরি google map এ
আমার বাড়িটাও পেলাম খুজে।
দুনিয়া জোড়া খ্যাতি তোমার
বিশ্ব আজ তোমার হাতের মুঠে।
জন্মদিনে অনেক শুভেচ্ছা তোমায়
আমার এই ছোট্ট কবিতা দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




