লাগে না যে ভালো....
দুই লাইনের কবিতা, ঠিক কবিতা নয় মুখে মুখে মিলানো ছন্দ। ছেলে আমার ভালই ছন্দ মিলাতে পারে। কিন্তু বড় হতাশ হলাম, জোনাকির আলো ভাল লাগতো আমার, এ ভাললাগা নিয়েই আরো ভাল ছন্দ হতে পারে জানতাম। ছেলের মাও বোধকরি একটু হতাশ হয়েছে তাই ছেলেকে প্রশ্ন করেছিল,
"কেন বাবা জোনাকির আলো ভাল লাগেনা কেন?"
ছেলের তাৎক্ষণিক উত্তর,
"এতো কম আলোয় কিচ্ছু দেখা যায় না"।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




