যেমনটি বলা হয়েছিল মায়ান সভ্যতায়;
আগামীকাল একুশে ডিসেম্বরে
হয়তোবা ক্যালেন্ডার পাতা থেমে যাবে,
সময়ের সেখানেই শেষ;
হয়তোবা মহা প্রলয়!
সত্যই কি এমন হতে পারে!
কি জানি, হয়ত মিথ্যে;
হয়ত সে শুধু কোন এক প্রাচীন জাতির
অসমাপ্ত সময়ের হিসেব,
থমকে যাওয়া সীমাবদ্ধ মানবীয় জ্ঞানের শর্তে।
তবুও ভয় হয়;
নিজেকে শতবার ধ্বংশ করার মত
ক্ষমতা এখন পৃথিবীর আছে।
আরো বেশি ভয় হয়,
শুরুর পরে শেষতো হবেই
আমার অথবা পৃথিবীর;
আগে অথবা পরে।
কিইবা জবাব দিব,
মানবজীবন কতটা কিভাবে কেটেছে
যদি কেউ প্রশ্ন করে ওপারে..?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



