ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
পথে পাওয়া হঠাত সূর্যাস্ত
ছবি তোলার স্থান : সিলেট থেকে ফিরতি পথে।
ছবি তোলার তারিখ : ২২/১০/২০১৪ ইং
===========================================================
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৯/২০১৯ ইং
===========================================================
বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ....
----- গৌরী প্রসন্ন মজুমদার -----
ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
===========================================================
যেতে যদি হয় হবে – যাব, যাব, যাব তবে।
লেগেছিল কত ভালো, এই -যে আঁধার আলো....
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : সেন্টমার্টিন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১২ ইং
===========================================================
সূর্য ডোবার সময় হল যেই...
নদীর জলে পরলো তার সোনালী আভা
ছবি তোলার স্থান : জাজিরা, শরিয়তপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০৩/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ বিকাল ৩:৪৫