বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। আমি বেশ কয়েক বছর আগে থেকে উপজেলা ভিত্তিক হ্যারিটেজ স্থাপনাগুলির তালিকা তৈরির চেষ্টা করছিলাম Save the Heritages of Bangladesh এর কর্ণধার সাজ্জাদুর রশিদ ভাইয়ের সহায়তায়। যেহেতু কয়েক বছর আগে থেকে তালিকাটি তৈরির চেষ্টা করেছি তাই নতুন তৈরি হওয়া উপজেলাগুলির নাম সেখানে নেই। নতুন উপজেলার স্থাপনা গুলি পুরনো উপজেলার নামেই রয়ে গেছে। আমি আমার করা তালিকায় হ্যারিটেজ স্থাপনাগুলির পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিকেও সংযুক্ত করার চেষ্টা করছি। আমার ইচ্ছে আছে ৬৪টি পোস্টে ৬৪ জেলার অন্তর্গত সকল উপজেলার সকল দর্শনীয় স্থানের তালিকা উপস্থাপ করার। আমার তালিকার বাইরে কোনো স্থান আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ রইলো। তাতে করে তালিকাটি আরো সমৃদ্ধ হবে। আমি জেলাগুলিকে তাদের নামের বাংলা বানানের ক্রমানুসারে সাজিয়েছি। এই ক্রমানুসারেই পোস্টগুলি করা হবে।
০১। কক্সবাজার জেলা
০২। কিশোরগঞ্জ জেলা
০৩। কুড়িগ্রাম জেলা
০৪। কুমিল্লা জেলা
০৫। কুষ্টিয়া জেলা
০৬। খাগড়াছড়ি জেলা
০৭। খুলনা জেলা
০৮। গাইবান্ধা জেলা
০৯। গাজীপুর জেলা
১০। গোপালগঞ্জ জেলা
১১। চট্টগ্রাম জেলা
১২। চাঁদপুর জেলা
১৩। চাঁপাইনবাবগঞ্জ জেলা
১৪। চুয়াডাঙ্গা জেলা
১৫। জয়পুরহাট জেলা
১৬। জামালপুর জেলা
১৭। ঝালকাঠি জেলা
১৮। ঝিনাইদহ জেলা
১৯। টাঙ্গাইল জেলা
২০। ঠাকুরগাঁও জেলা
২১। ঢাকা জেলা
২২। দিনাজপুর জেলা
২৩। নওগাঁ জেলা
২৪। নড়াইল জেলা
২৫। নরসিংদী জেলা
২৬। নাটোর জেলা
২৭। নারায়ণগঞ্জ জেলা
২৮। নীলফামারী জেলা
২৯। নেত্রকোণা জেলা
৩০। নোয়াখালী জেলা
৩১। পঞ্চগর জেলা
৩২। পটুয়াখালী জেলা
৩৩। পাবনা জেলা
৩৪। পিরোজপুর জেলা
৩৫। ফরিদপুর জেলা
৩৬। ফেনী জেলা
৩৭। বগুড়া জেলা
৩৮। বরগুনা জেলা
৩৯। বরিশাল জেলা
৪০। বাগেরহাট জেলা
৪১। বান্দরবান জেলা
৪২। ব্রাহ্মণবাড়িয়া জেলা
৪৩। ভোলা জোলা
৪৪। ময়মনসিংহ জেলা
৪৫। মাগুরা জেলা
৬। মাদারীপুর জেলা
৪৭। মানিকগঞ্জ জেলা
৪৮। মুন্সিগঞ্জ জেলা
৪৯। মেহেরপুর জেলা
৫০। মৌলভীবাজার জেলা
৫১। যশোর জেলা
৫২। রংপুর জেলা
৫৩। রাঙ্গামাটি জেলা
৫৪। রাজবাড়ী জেলা
৫৫। রাজশাহী জেলা
৫৬। লক্ষ্মীপুর জেলা
৫৭। লালমনিরহাট জেলা
৫৮। শরীয়তপুর জেলা
৫৯। শেরপুর জেলা
৬০। সাতক্ষীরা জেলা
৬১। সিরাজগঞ্জ জেলা
৬২। সিলেট জেলা
৬৩। সুনামগঞ্জ জেলা
৬৪। হবিগঞ্জ জেলা
প্রতিটি জেলার তালিকা পোস্ট হওয়ার পরে এখানে সেটির লিংক যুক্ত করে দেয়া হবে।
আশাকরি সকলে সহযোগীতা করবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৩