বালিয়াটি ছয়আনি (ছয়আনা) জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।
মহেশ রাম সাহা নামে এক নিম্ন বর্ণের কিশোর ভাগ্যের অন্বেষণে বালিয়াটি আসে। সেখানে এসে ভাগ্যক্রমে এক পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী পেয়ে যায়। পান ব্যবসায়ী এই কিশোরটিকে খুবই পছন্দ করতেন। পরবর্তীতে তিনি তার এক মেয়েকে ছেলেটির সাথে বিয়ে দেন এবং তাকে নিজের ব্যবসার অংশীদার করেনেন। দেখতে দেখতে মহেশরাম সাহা একজান প্রথম শ্রেণীর ব্যবসায়ী হয়ে যায়।
মহেশ রামের ছেলে ঘনেশ রাম পানের ব্যবসা করে আরো উন্নতি লাভ করে। ঘনেশ রামের ছিলো চার ছেলে। তাদের একজনের নাম ছিলো গোবিন্দ রাম। এই গোবিন্দ রাম বালিয়াটিতে বিয়ে করে বালিয়াটিতেই বসবাস শুরু করে। তার ছিলো লবণের ব্যবসা। গোবিন্দ রামের ছিলো চার ছেলে- যথাক্রমে আনন্দ রাম, দধি রাম, পন্ডিত রাম এবং গোপাল রাম। এই চার ভাই প্রথমে একসাথে ব্যবসা শুরু করে। দেখতে দেখতে সেই ব্যবসা ফুলেফেপে বিশাল আকার ধারন করলে পরে তারা পৃথক পৃথক ভাবে ব্যবসা শুরু করেন।
এই চার ভাই কালক্রমে বালিয়াটিতে তাদের জমিদাড়ি তৈরি হলে গোলাবাড়ি, পূর্ববাড়ি, পশ্চিম বাড়ি মধ্যবাড়ি এবং উত্তরবাড়ি নামে পাঁচটি জমিদার বাড়ি তৈরি করে। আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে এই চার ভাইয়ের মাধ্যমেই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়।
পশ্চিম বাড়ি
বালিয়াটির মূল জমিদার বাড়ির পশ্চিম পাশে এই বাড়িটির অবস্থান বলেই বাড়িটির নাম পশ্চিম বাড়ি। এই বাড়িটি বালিয়াটি ছয়আনি (ছয়আনা) জমিদার বাড়ি নামেও পরিচিতো। সম্ভবতো জমিদার রায় চাঁন তার প্রথম স্ত্রীর সন্তানদের সম্পত্তির দশ আনা অংশ এবং দ্বিতীয় স্ত্রীর সন্তানদের ছয়আনা অংশ দিয়ে যান। বর্তমানের বালিয়াটির মূল জমিদার বাড়ি দশআনা জমিদার বাড়ি আর এই পশ্চিম বাড়িটি হচ্ছে ছয়আনা জমিদার বাড়ি।
দশআনা জমিদার বাড়ির মতো ছয়আনা জমিদার বাড়িটি ততো বড় না। সেই সাথে এর জৌলসও অনেকটাই কম। বাড়ির অনেকটা অংশই নষ্ট হয়ে গেছে। ভেঙ্গে ফেলা হয়েছে অনেক স্থাপনা। এখানে যে ছবি গুলি দেখছেন তার সবগুলি স্থাপনা এখন বর্তমান নেই।
বালিয়াটির মূল জমিদার বাড়ি থেকে পশ্চিম দিকে যে পথটি চলে গেছে সেই পথে ৫০০ মিটার গেলেই হাতের ডানে ( উত্তর দিকে) পথের উপরেই রয়েছে একটি কারুকাজময় পুরনো প্রবেশপথ। এই প্রবেশপথ ধরে কিছুটা এগিয়ে গেলে হাতের ডানে চোখে পড়বে সময়ের স্রোতে প্রায় ধ্বংস হতে চলা কয়েকটি ইমারতে কংকাল।
এগুলি ছিলো জমিদারদের বাহির বাড়ি। এখানে তাদের ব্যবসা বানিজ্য পরিচানার কাজ চলতো। এর ঠিক পিছনেই রয়েছে অন্দর মহল। দ্বিতল অন্দর মহল এক সময় বেশ কারুকাজময় দৃষ্টিনন্দন ছিলো তা আজও বুঝা যায়। বাড়ির সামনে রয়েছে উঠানের মতো অংশ। বাড়িটিতে এখন লোকজন বোসবাস করে। তাদের অনুমতি নিয়ে বাড়ির ভিতরে আর ছাদেও ঘুরে দেখছিলাম আমি।
তথ্য সূত্র ও বর্ননা : উইকিপিডিয়া, অন্তর্জাল, নিজ।
অবস্থান : বালিয়াটি, সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°59'40.1"N 90°02'14.5"E
গুগল ম্যাপ : https://maps.app.goo.gl/dJQEyBniNxU53nuR8
ছবি তোলার তারিখ : ২৫শে নভেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ।
=================================================================
আরো দেখুন -
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৫ : বড় সর্দার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৬ : বালিয়াটি জমিদার বাড়ি
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭