দুবছরের ব্লগ হলো আমার। তবে এটা ঠিক, অনেক অ্যাবসেন্ট থেকেছি গত দুইমাস, সেদিক থেকে হয়ত ব্লগটা দুইবছর লেখা হলোনা।
প্রতিশ্রুতি বা তেমন কিছু দিতে আজকে লিখছিনা। মিথ্যা বলাটা খারাপ। তবে বলতে পারি, হয়ত আজকে আবারো ব্লগে প্রবেশ করলাম অনেকদিনের জন্য। লেখাও ভুল হচ্ছে এতদিন পর আসার জন্য, আর ঠিক কি লেখা উচিত জানি না।
তবে এই লেখাটা থাকলো, এখানে আপনারা অভিযোগ করুন, অনুযোগ করুন। অনেকদিন কারো সমালোচোনা পাইনি, দাবি আছে কেউ করবে আজকে নিশ্চয়ই! ব্লগে নিয়মিত হবার আশা করব, প্রতিশ্রুতি নাহয় নাই দেই। তবে আজকে চাই কেউ আমাকে বলুক আমার লেখাগুলোতে আমার কিছু পরিবর্তন, আমি আমার পাঠকের জন্য তা করতে প্রস্তুত, শুধু অসম্ভব কিছু বলবেন না।
ভালো থাকুন, হ্যাপি লেইট বর্ষপুর্তি টু মাই ব্লগ!
একটা আশা, আপনারা কিছু ভালো বক্তব্য দিবেন, ভালো থাকুন সবসময়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




