রক্ত রাঙা পথ পেরিয়ে মুক্ত শুভ্রতা,
এনেছি গো মা এনেছি আজি তোমার স্বাধীনতা।
লাখো হায়েনার বুকের পাঁজরে জাগিয়ে মরণ ভয়,
কত শত প্রাণের বিনিময়ে মাগো করেছি তোমায় জয়।
ওরা এসেছিল কাড়িয়া নিতে তোমার সোনা মুখ,
হিংস্র পাষানের কামানের মুখে আমরা দিয়েছি বুক।
ওরা এসেছিল অস্র উচিঁয়ে করিতে তোমায় শাসন,
পরাধীণতার বদলে মোরা মৃত্যুকে করেছি বরণ।
দোয়েল, কোয়েল, শ্যামা-শালিকের মুক্ত আকাঁশ খানি,
ওরা চেয়েছিল ঢাকিয়া দিতে মেঘের আধাঁর টানি।
বাউলের বাঁশি, রাখালের সুর, কোদাল কাড়িয়া লাঙ্গল,
কিষানের সোনা ফসল ছিনিয়া পরাতে চেয়েছে শিকল।
ভাঁটির গাঙের সুজন মাঝির সখের বৈঠা ফেলি,
জালেমের বুকে করিতে আঘাত অস্র নিয়াছে তুলি।
কত বিচ্ছেদ, কত বেদনা, কত ত্যাগের পরে,
রেখেছি তোমায় বুকের জমিনে অনেক যতন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




