প্রচন্ড গরম, ভাদ্র মাসের তীব্র তাপদাহে রাজপথ উত্তপ্ত। রাস্তার পীচের গরমে হেটে চলা দায়। গলির মুখে ঢুকতে একটি ন্যাড়ি কুকুর দৌড়ে গেল লম্বা জ্বিহবা বের করে। তাপদাহে ক্লান্ত পশুটি। দুপুরের গলির রাস্তা প্রায়ই ফাকাই বলা চলে। লোকজনের আনাগোনা খুবই কম। দোকান-পাটও প্রায় সব বন্ধ। বাসাবাড়ীগুলোই প্রায় শান্ত একটা ভাব। সবাই ব্যস্ত এই তীব্র তাপদাহের হাত হতে নিজেকে বাচানোর জন্য। গরমের তীব্রতায় বাড়ী বাড়ী এসির চাহিদা বেড়ে গেছে।
গাছ-পালারাও পালা করে চুপ হয়ে গেছে, যেন তাদের নড়াচড়া করা অপরাধ। স্তব্ধ হয়ে আছে তারা। বাতাস নেই বললেই চলে, আকাশে পরিস্কার নীল ও সাদা মেঘ। চকচকে সূর্যের উপস্থিতি আরো ঝকঝকে করে তুলেছে পরিবেশকে।
পাখিরাও নিশচুপ, তাদের কোলাহলও থেমে গেছে। ডানা ঝাপটানো আর গানের সুর হারিয়ে ফেলেছে ভাদ্রের তীব্রতায়। শান্ত হয়ে তাই তারা বসে রয়েছে নিজ নিজ নীড়ে।
সামান্য এই গরমেই আজ এই অবস্থা, আগুন নয় সূর্যের তাপেই নাজেহাল জনপদ। দুনিয়ার আগুনের ৭০গুন দোজখের আগুন। কিভাবে সইব সেই আগুন? কিভাবে থাকবো সেই আগুনে? কেউ কি চিন্তা করেছি কখনো?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



