চা শ্রমিকদের আন্দোলন, দেখার কেউ নেই।
১৭ দিন পার হয়ে গেলো আন্দোলন চালিয়ে যাচ্ছে চা দাসেরা (আমার দেওয়া নাম)। নিজের অধিকার আদায়ে ন্যায্য আন্দোলন। ১৬৮ চা বাগানের ৬ লাখের বেশী চা দাসরা আন্দোলনে একাত্ম। ১২০ টাকায় কাজ করা শ্রমিকরা ঠিকমতো খেতেই পারেনা, সেখানে কাজহীন ১৭ দিনে কিভাবে তাদের সংসার চলছে? চলছে না, না খেয়ে-দেয়ে আন্দোলন চালিয়ে... বাকিটুকু পড়ুন

