ৱগুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা।
আজকের খবর এটি।
দেশের মানুষের চিকিৎসার দায়িত্বে থাকা মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তা যখন নিজের চিকিৎসার জন্য দেশের বাহিরে যান, তখন বুঝে নিতে হবে সেই দেশের চিকিৎস ব্যবস্থা শ্রীলংকা (দেউলিয়া) হয়েগেছে।
ঢাক-ঢোল পিটানো উন্নয়নের আসর সমূহ গাল-গল্প হিসাবেই মেনে নিতে হবে।
ডা. মীরজাদী সেব্রিনা উন্নয়ন ও পরিকল্পনা চমৎকার ভাবে করেছেন এবং সেটাতে সফলও হয়েছেন। তবে সেটা নিজের উন্নয়ন। কারণ সিঙ্গাপুরে ব্যয়বহুল চিকিৎসাই তার প্রমাণ।
এভাবেই চলছে, আর আমরা সামর্থ্যহীনরা দেশে চিকিৎসার অভাবে কষ্ট পাই। মৃত্যু, সেটা অবধারিত কোন সমস্যা নেই।
কিন্তু ্আমাদের টাকা ধ্বংস করে সিঙ্গাপুরে চিকিসা নেওয়া লোকজনের কষ্ট হয় না ক্যান?
শুধু এই ডা. মীরজাদী নয় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সকল মন্ত্রী, সরকারী সকল আমলা, শীর্ষ ব্যবসায়ী, রাজনিতীবিদ সহ সামর্থ্যবান সকলেই দেশের বাহিরে চিকিৎসার জন্য যান।
দেশের প্রধানগন যখন দেশের বাহিরে চিকিৎসার জন্য যায় তখন প্রমানিত দেশের চিকিৎসা কোন মানুষের জন্য পর্যাপ্ত নয়। দেশ স্বাধীন হওয়ার ৫০
বছর এর বেশী পার করা প্রশাসন কি করছে? বছর বছর হাজার হাজার কোটি টাকা কোথায় যায়?
ডা. মীরজাদী এর মতো নিজেদের ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার জন্য? যেন শেষ জীবনে দেশের বাহিরে চিকিৎসা ও সহজ জীবন পার করতে পারেন?
স্বাধীনতার ৫২ বছরে আজ বাঙ্গালী চিকিৎসাহীন, বঙ্গবন্ধুর স্বপ্ন কি এটাই ছিলো? বড়ই অসহায় আমরা বাংলাদেশের জনগন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



