ছবিটা গুলশানের করাইল বস্তি থেকে তোলা হয়েছে। গুলশানের এই বস্তিতে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। এদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে, সরকার কেন এদের উপর বুলডোজার চালিয়ে এদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে? আরে বাবা, এটা তো সরকারি জায়গা। আর সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করতে সরকার বাধ্য; তা না করে তাদেরকে উচ্ছেদের মানে কী?
যারা অবৈধভাবে গুলশান লেক দখল করে সুউচ্চ অট্টালিকা বানিয়েছে, পারলে তাদেরকে আগে উচ্ছেদ কর; দেখি কত ক্ষমতা তোমাদের(সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




