খুব মনোযোগ দিয়ে হরলিক্সের এই বিজ্ঞাপনটি দেখুন।
এখানে বলা হয়েছে, ২ গ্লাস হরলিক্স = ৬টি লেবুর সমান ভিটামিন সি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটা শিশুর কি প্রতিদিন ৬টা লেবুর সমান ভিটামিন সি’র কোনো প্রয়োজন আছে!?
২ গ্লাস হরলিক্স = ৬টি লেবু ...।
১ গ্লাস হরলিক্স = ৩টি লেবু ...।
বাচ্চাদের কথা তো বাদ-ই দিলাম, প্রাপ্ত বয়স্ক কোনো মানুষের-ও প্রতিদিন ৩টি লেবুর সমান ভিটামিন সি’র কোনো প্রয়োজন নাই। সুতরাং, প্রতিদিন হরলিক্স খাওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে?
গ্লাক্সো স্মিথকেলাইন অর্থাৎ হরলিক্সের বিজ্ঞাপন দাতারা এই দেশের মানুষকে মূর্খ আর বোকা পেয়েছে। ওদের ধারণা, বাংলাদেশের মানুষকে যা বুঝানো হবে মানুষও তাই বুঝবে আর ভাত-মাছ-লেবু খাওয়া বাদ দিয়ে শুধু হরলিক্স খাবে এবং এই ফাঁকে উনারা কোটি কোটি টাকার ব্যবসায় করবে।
আপনারা নিশ্চিত থাকতে পারেন, সরকার যদি হরলিক্সের এই বিজ্ঞাপনগুলো ব্যান না করে তাহলে কিছু দিন পর নতুন বিজ্ঞাপনের মাধ্যমে বলা হবে, “নবজাতক শিশুকে মায়ের দুধ খাওয়ানোর কোনো দরকার নাই শুধু হরলিক্স খাওয়ালেই চলবে"
(সংগৃহীত)
মূল পোস্টঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




