বন্ধু দিবস, বান্ধবী দিবস( সেপ্টেম্বরের ৩য় রোববার), ভালোবাসা দিবস, চুমো দিবস (৬ জুলাই)--- এভাবে ব্যবসায়ীরা ৩৬৫ দিনে ৭৩০টা দিবস বের করবে। তখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। শুরু হয়ে যাবে যুদ্ধ। সেই যুদ্ধে অনেক সাধারণ মানুষ প্রাণ হারাবে। কিন্তু কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করে সেই যুদ্ধে লাভবান হবে ব্যবসায়ীরা।
একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে--- সব সময় কিন্তু ব্যবসায়ীরাই লাভবান হচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা ব্যবসায় করবে--- এটা আমরাও চাই। কিন্তু কেউ অপ্রয়োজনীয় একটা দিবস বের করে ব্যবসায় করুক ---এটা আমরা চাই না।
মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস, ভালোবাসা দিবস, চুমো দিবস--- এই দিবসগুলো মানব কল্যাণে কোনো কাজেই লাগে না। সুতরাং, মা-বাবা-বন্ধুর ভালবাসা কে পুঁজি করে যারা ব্যবসায় করছে তাদের কে“ "না"” বলার সময় এসে গেছে। আসুন, সবাই এই সব অপ্রয়োজনীয় দিবস পালন করা থেকে বিরত থাকি।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




