আমাদের দেশের রাজনীতি মূলত বিভক্ত দুটি ভাগে। আওয়ামীলীগ এবং বিএনপি। এদের সাথে জুটেছে কিছু আগাছা। যেমন বিএনপির সাথে একাত্তরের রাজাকার বাহিনী জামায়াত ইসলামী। আর আওয়ামী লীগের সাথে এগারোদল তথা বাম পন্থীরা। অন্যদিক এরশাদ মামা আছেন মাঝ দড়িয়ায় তাও আবার কলাগাছের ডিঙ্গীতে।
এখন আমার কথা হল, অনেকতো দেখলাম স্বাধীনতার পর। অবশ্য রাজনীতি কি সেটা বুঝতে পেরেছি নব্বইয়ের দশকে এসে। কারন তখন কেবল মাত্র হাইস্কুলে উঠেছি। মোটামুটি বুঝি রাজনীতি কাকে বলে। দেখেছি নব্বইয়ের গণ অন্দোলন। কিন্তু এরপর কি হলো? সেই খালেদা ম্যাডাম আর নেত্রী শেখ হাসিনা আমাদের দেশের হাল ধরেছেন। এর মধে দুইবার দেশ নামক জননীকে ইচ্ছেমত শাসন করেছেন খালেদা ম্যাডাম। এর একবার ভাগ্য জুটেছে নেত্রী হাসিনা আপার। ডিসেম্বরে ইলেকশন ঘোষানা করা হয়েছে! এবার কে আসছেন ক্ষমতায়? হাসিনা নাকি খালেদা?
কিন্তু একটা বিষয় পরিস্কার হওয়া দরকার। তা হল, বিএনপি তে কি খালেদা ম্যাডাম ছাড়া অন্য কেউ নেই যে কিনা দেশ চালাতে পারবেন? আওয়ামীলীগে কি নেই হাসিনার ঘিলুর চেয় উত্তম ঘিলু? আমিতো মনে করি আছেন। দুই দলেই ওনাদের চেয় ঘিলুবান ব্যাক্তি আছেন যারা দুই মহিলার চেয়ে ভালো বুঝেন। তাহলে কেন তাদের এগিয়ে আনা হচ্ছেনা সামনের কাতারে। কেন তাদের আমরা সরকার প্রধান হিসেবে দেখতে পারছিনা?
যোদি বলেন দুই মহিলার চেয়ে যোগ্য লোক নেই দুই দলে তাহলে আমি বলবো ছেড়ে দেন রাজনীতি। এমন রাজনীতি করার দরকার নেই। এভাবে চলতে যা ঘটবে তা হল, পরকালে যাওয়ার আগমুহুর্ত পর্যন্ত এই দুই মহিলাই সরকার প্রধান হতে থাকবেন। আর যেদিন ওনারা এই দেহ ত্যাগ করবেন তখন বাংলাদেশের কি হবে? তখন কি আমরা অযোগ্য কোন লোককে পাবোনা যে কিনা সরকার চালাতে পারেন? এটাইকি হওয়া উচিৎ?
তাই আমাদের মত গাধাদের আকুল আবেদন নতুনদের এগিয়ে আসতে দিন। নতুনদের মাথা যোদি এখনও উর্বর না হয়ে থাকে তবে তাদের যোগ্য করে তুলতে যতটুকু করার দরকার তা করতে দিন অন্যদের। আমরা আগামী নির্বাচনে নতুনদের এগিয়ে আনি এবং তাদের ভোট দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



