সবাইকে সালাম,
ভাই অনেক চিন্তায় আছি। কয়েকদিন আগে আমার এক কলিগের রক্ত দরকার। রক্তের গ্রুপ ও নেগেটিভ। বলতে গেলে রেয়ার একটি গ্রুপ। দরকার ছিলো পাঁচ ব্যাগ রক্ত। অনেক খুজে পাওয়া গেলো মাত্র দুই ব্যাগ রক্ত। যাইহোক আমার ঐ কলিগের এ যাত্রায় কোন মতে রক্ষা হয়েছে।
কিন্তু আমি নিজেও বেশ চিন্তায় আছি। কারন আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। ভাবছি কখনও কোন এ্যাকসিডেন্ট হলে রক্ত নিয়ে বেশ পেইন খেতে হবে।
আপনারা যারা ওনেগেটিভ রক্তের অধিকারি তাদের উদ্যেশে আমার একটি আরজি আছে। আসুন আমরা নিজেদের রক্তের গ্রুপের লোকজনকে চিনে রাখি। ভবিষ্যতে যোদি কোন ধরনের সহযোগিতার দরকার হলে আমার একে অপরের প্রয়োজনে আসতে পারি। অন্তত যাদের রক্তের রক্তের গ্রুপের লোক খুজে পেতে অসুবিধা হয়।
আমি রাহাত হোসেন। আমার রক্তের গ্রুপ ওনেগেটিভ। কারো যোদি কখনও ওনেগেটিভ রক্তের দরকার হয় তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোদিও আমি সুস্বাস্থবান কোন ব্যাক্তি নই কিন্তু আমার এক ব্যাগ রক্তে যোদি কোন লোকের জীবন বাঁচে তবে আমি নিজেকে ধন্য মনে করবো। আমার সাথে যোগাযোগ করতে [email protected] অথবা আমার 01717-045-336 নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যারা ওনেগেটিভ রক্তের অধিকারী তারা নিজেদের মোবাইল নাম্বার আমার কাছে মেইল করতে পারেন। আমরা এও পারি যে, যখনই কারো ওনেগেটিভ রক্তের দরকার হবে তা ব্লগে পোষ্ট করতে পারি। আশা করি এই রেয়ার রক্তের গ্রুপের লোকজন আমার ডাকে সারা দিবেন।
আসুন আমরা সকলে তরে এক সাথে কাজ করি। ধন্যবাদ সবাইকে ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



