ভাত খাইলাম, চিংড়িমাছ দিয়ে গরুর মাংস। যেমন জঘন্য রেসিপি, তেমন জঘন্য রান্না। রান্না করেছে আমার রোবট VR 100 pro। সে সব সময় এমন উদ্ভট রান্না করে। মূলত সে গান গাওয়ার রোবট। ভাল গান গায়। বাংলা, ইংলিশ, হিন্দি, নজরুল, রবীন্দ্র সব টাইপের গান। ভালোই গায়। বললেই গায়। সাথে অন্যান্য কাজ ও করতে পারে। তবে তা খুব ভাল না, জঘন্য রান্নার মতই।
শুনেছি DK 11 রান্নার রোবট, ভাল রান্না করে। বাংলা, চাইনিজ ইংলিশ সব ই ভাল রান্না করে। তবে গান গাওয়া বা অন্যান্য কাজ তেমন ভাল পারে না। ভাবছি একটা রান্নার রোবট কিনব। তবে একসাথে দুইটা রোবট রাখা ব্যয় বহুল। তাই পুরনো রোবটটা বেচে দিতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮