সাম্রাজ্যবাদী আর পুঁজিবাদীরা সবসময় প্রকৃতির বিপক্ষে। পুরো পৃথিবীকে তারা বেঁধেছে নিপুন বাঁধনে। সমাজ, ধর্ম, সংস্কৃতি, কর্মক্ষেত্র, প্রেম, যৌনতা, সবখানেই এদের আধিপত্য। এরাই আমার মুখ বেঁধে চিৎকার করতে বলে, শিকল বেঁধে দৌড়াতে বলে, নদী ভরাট করে নদী খননের প্রকল্প পায়, বন নিধন করে গাছ লাগিয়ে সুন্দরবন তৈরী করতে চায়। এরা নারী স্বাধীনতার কথা বলে প্রমোশনের লোভ দেখিয়ে নারীভোগ করে, মুক্তমনার কথা বলে সংকীর্ণ চিন্তা করে, নিষ্ঠার সাথে গোপন পকেটে ঘুষ ভরে, হাজার টাকার শ্রম নিয়ে ৩শ টাকা মজুরী দেয়। সাম্রাজ্যবাদীরা কখনোই নিজেদের সাম্রাজ্যবাদীতা স্বীকার করে না। পুঁজিবাদীরাও তাই। বৃহত্তর পুঁজিবাদীদের বিরুদ্ধে আন্দোলন করে চাঁদা তোলে ক্ষুদ্র পুঁজিবাদীরা।
জেনে বা না বুঝে আমি-আপনি হয়তো তাদেরই অনুসারী। প্রকৃতির প্রেমে বন পাহাড় নদী দেখতে যাই, সেখানেও তাদেরই দখলদারিত্ব। সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদের বাইরে নিজেদের কল্পনা করা এখন অসম্ভব।
কী করবো, কেন করবো, কীভাবে করবো? সম্ভব?

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




