সেই যে কবে তোমায় শেষ বার ডেকেছি,
মনেও পড়েনা।
আজও খুব ডাকতে ইচ্ছে করে।
তাইতো চিৎকার করে উঠি
মা বলে।
সে চিৎকার নদী, সমুদ্র, পাহাড় দিগন্ত ছাপিয়ে
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে।
কোন উত্তর আসে না ফিরে।
মা, তুমি নেই কেন?
তোমাকে খুব ডাকতে ইচ্ছে করে।
যখন ভয় পাই,
যখন একা লাগে,
চারপাশের চেনা মানুষ গুলো
অচেনা হয়ে যায়,
ছিন্ন বিচ্ছিন্ন মনটা বাধতে চাই
শক্ত দড়ি দিয়ে, তখন
তোমার প্রবল অস্তিত্ব অনুভব করি
তোমার বিশাল শুন্যতায়।
আজও আমি ভয়ার্ত শিশুর মতো
তোমাকে আকড়ে ধরতে চাই
চলার পথের প্রতিটি বাঁকে
মা, তুমি নেই কেন?
তুমি ছাড়া এই যে বেঁচে থাকা
নিয়তি নাকি আজন্ম অভিশাপ ?
জানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



