গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতিয়াংশ আসনে জয়ী হয়েছে। চুলচেরা বিশ্লেষন চলছে ভোটের। বিএনপির বিপর্যয়ের সমালোচনা, পর্যালোচনা চলছে, বিচার বিশ্লেষন চলছে।
২/৩ মেজরিটি আঃ লীগের জন্য অভিশাপ না আশীর্বাদ, তা সময়ই বলে দেবে।
আমরা একটু পিছনে ফিরে তাকাই। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের দিকে। তখন বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ এবং স্বয়ং বঙ্গবন্ধু। কিন্তু দেখা যায় যে, বঙ্গবন্ধু প্রথম যে ভুল করে তা হল যুদ্ধের সময় নেতৃত্ব দানকারি চার নেতা কে দুরে সরিয়ে দিয়েছিলেন। তিনি পরিবেষ্টিত হয়ে ছিলেন চাটুকার , লোভী, ক্ষমতার অপব্যবহার কারী একদল নেতৃবৃন্দ দ্বারা। তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বঙ্গবন্ধুর ইমেজ। সবশেষে তারা ক্ষমতা পাকাপোক্ত করতে গঠন করে - বাকশাল। বাকশাল গঠন ছিল বঙ্গবন্ধুর দ্বীতিয় ভুল। আরেকটা ভুল ছিল দলের লোকদের কে প্রচন্ড বিশ্বাস করা। তখন আওয়ামী লীগ সংসদে ২/৩ মেজরিটি নিয়ে সরকার করেছিল। সেই মেজরিটির জোরে তিনি বাকশাল গঠন করেছিলেন। তার এই ভুল গুলোর প্রায়শ্চিতঃ তিনি তার ও তার পরিবারের জীবন দিয়ে করে গেছেন। সেই ভুলের ধারাবাহিকতায় বি এন পি জন্ম। সেই ভুলের জন্য ২১ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়ছে আঃ লীগ কে। আঃ লীগ কে বাধ্য হতে হয়েছে এরশাদের মত লোকের সাথে জোট করতে।
এরশাদের মত লোকের সাথে জোট করলেও আঃ লীগ একাই ২/৩ আসন পেয়েছে। সরকার গঠন করার জন্য এরশাদের অনুকম্পা দরকার নাই তাদের। এই ২/৩ মেজরিটি আগের বার বিএনপি কে ডুবিয়েছে। আর স্বাধীনতার পর আঃ লীগ কে ডুবিয়েছে। শেখ হাসিনা যদি এইসব কিছু বিবেচনা না করে এবার ক্ষমতার দম্ভ নিয়ে , ঔদ্ধ্যত ভাবে দেশ চালান , তাহলে আরেকটা ১৫ ই আগস্টের জন্ম হলে অবাক হবার কিছু থাকবেনা। শেখ হাসিনা কে অতিরিক্ত সাবধানী হয়ে প্রতিটা পা ফেলতে হবে। তিনি যেন মনে না করে ২/৩ আসন মানে দেশের ২/৩ নিজের সম্পত্তি। যে ভুলে যুদ্ধের পর আওয়ামী লীগ ডুবেছিল। যে ভুলে বিএনপি এবার ২৯ টা আসন পেয়েছে।
ইতিহাস থেকে শিক্ষা নেবার কথা সবাই বলে কিন্তু দুঃখ জনক, সবাই শিক্ষা নেয় না ইতিহাস থেকে। শেখ হাসিনা, আপনি কি শিক্ষা নিবেন ইতিহাস থেকে ??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



