আমি একজন ভদ্রলোক। তৃতীয় বিশ্বের মধ্যবিত্ত শ্রেনীর একজন আমি। মধ্যবিত্ত ভদ্রলোক। আমি জোর গলায় বলতে পারি কথাটা কারন একজন মধ্যবিত্ত ভদ্রলোকের যা যা গুন থাকা দরকার আমার তা সব আছে।
যেমন মধ্যবিত্ত দের বড় বৈশিষ্ট্য, তাদের আত্মসম্মান বোধ প্রবল। আমারো একই অবস্থা। আত্মসম্মান বোধে ঘা লাগে , এমন কোন কিছুই আমি করতে পারি না। আমার অহংবোধ বেশী, আমার পাছে লোকে কিছু বলে - চিন্তা টা বেশী। কে কি মনে করবে , সমাজ কি ভাববে - এই চিন্তায় আমি না খেয়ে থাকবো তো মেহমান কে না খাইয়ে বিদায় দিব না, নিজে না খেয়ে মসজিদে খাবার পাঠাবো ।
আর আমি যে ভদ্রলোক - তার প্রমান - ফার্মগেটে বোম ফুটলে আমি মিরপুরে বসে ঘরের দরজা জানালা আটকাবো, আমি আমার ১০০০ বা ১২০০ বর্গফুটের ফ্ল্যাটের বাইরে কিছু চিন্তা করতে পারবো না। নিজেকে ছাড়া কোন দিকে তাকানোর সময় নেই আমার। বাড়ীর সামনে কেউ না খেয়ে পড়ে থাকলেও দেখার সময় নাই, সময় থাকলেও , ঐ বাড়তি ঝামেলা কাঁধে নেবার অবস্থা নাই।
আমি ভদ্রলোক বলেই আমার ক্যারিয়ার সবার আগে, এই সমাজ পালটানো কিংবা দেশের জন্য কিছু করার - সময় কই আমার। আমাকে যে কোন উপায়েই টাকা ইনকাম করতে হবে - বৈধ পথে বা অবৈধ পথে , যে ভাবে সম্ভব। সেই টাকার কিছু অংশ মসজিদে দিব, সবাই আমার নাম জানবে , সমাজে সম্মানিত হবো আমি।
আমি ভদ্রলোক বলেই এইসব দূর্নীতি , রাজনীতির দেউলিয়াপনা দেখে আমি ড্রয়িং রুমে বসে জ্ঞান চটকাবো, বিদেশী সোফায় বসে, আধা ঠান্ডা চা হাতে নিয়ে। আর খুব বেশী আইটি ফ্রেন্ডলি হলে ব্লগে একটু দুই চার লাইন লিখে দিব কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিব। আমার দায়িত্ব পালন ঐ পর্যন্তই।
আমি ভদ্রলোক বলেই সবকিছু থেকে নিজেকে দূরে রাখবো, কোনমতে বাসা থেকে বের হয়ে আবার কাজ শেষে বাসায় ঢুকবো, এমনকি ছেলে খারাপ হয়ে যাবে বলে তাকে ছোট বেলা থেকেই বাসার বারন্দায় খেলার অভ্যাস করবো।
ভদ্রলোক বলেই প্রতিবার ভোট দেই আর জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াই তে পড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



