ভূত খেদাইন্না গান
[ইটালিক] এ কি ভূতাগত দেশে রে [/ইটালিক]
বায়ু যখন ভারি হচ্ছেন নৌকা যাচ্ছে ডুবি
বাঁেশর আগায় বান্ধো ভাই রে ভূত খেদাইন্না কুপি
কুপি জ্বলুক নিশীথ রাইতে কুপি জ্বলুক চান্দে
কুপির তলায় বাচ্চা ভূতে খলবলাইয়া কান্দে
একলা কান্দে ভূতের বাসা ফোকলা কাঁদেন বাঁশ
ফরফরাইয়া উড়তে থাকেন বাঁশের বারো মাস
ফরফরাইয়া উড়েন মাসী ধরফরাইয়া বছর
গাঙের তলায় ভূতের বাসা গাঙের উপ্রে আছর
গাঙের উপ্রেবাসর আমরা গাঙের সহোদর
নরের মধ্যে নারী আমরা নারীর মধ্যে নর
(ভোরের কাগজ 1996)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



