ব্লগার নিঝুম মজুমদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্লগ কমিউনিটিতে যুদ্ধাপরাধীদের কুকীর্তিসমূহ তুলে আনার পাশাপাশি তাদের বিচার,আইনের বিভিন্ন খুঁটিনাটি ইত্যাদি নিয়ে লেখালেখি করছেন। বাংলার এই কুসন্তানদের সম্পর্কে জনগনকে আরো সচেতন করাই তার মূল উদ্দেশ্য।
এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে তিনি আজ একটি লাইভ টেলিভিশন টক শোতে অংশ নিতে যাচ্ছেন। এখানে নিঝুম মজুমদারের প্রতিপক্ষ হিসেবে থাকবেন ইউকে জামাত নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলা ইউকে চ্যানেলে (চ্যানেল নং ৮২৭) সোমবার, ১৯শে ডিসেম্বর, ২০১১ তারিখে
- রাত সাড়ে দশটা (লন্ডন সময়) [10:30 PM]
- বিকাল সাড়ে পাঁচটা (নিউইয়র্ক সময়) [5:30 PM]
- ভোর সাড়ে চারটা, ২০শে ডিসেম্বর (ঢাকা সময়) [4:30 AM, 20Th December]
- রাত আড়াইটা, ২০শে ডিসেম্বর (দুবাই সময়) [2:30 AM, 20Th December]
উল্লেখ্য, অনুষ্ঠানটি গত ১৫ই ডিসেম্বর হওয়ার কথা থাকলেও অনিবার্য কারনবশত পিছিয়ে আনা হয়েছে। তবে এটি বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে না, শুধু ইউরোপ এবং নর্থ আমেরিকা থেকে দেখা যাবে। এসব অঞ্চলের মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির যে সকল ব্লগার এটিএন বাংলার দর্শক, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন তারা অনুষ্ঠানে ফোন করে অনুষ্ঠানটি সচল রাখেন এবং টকশোটিকে প্রানবন্ত করেন। ফোন নম্বর অনুষ্ঠান চলাকালে স্ক্রিনেই জানিয়ে দেয়া হবে।
অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে লন্ডনের বিশাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি বড় প্রভাব আছে। এই টক শোতে যদি নিঝুম কোনোভাবে যুক্তিতে পরাস্ত হয় কিংবা হেরে যায় তাহলে এই পরাজয় আসলে একটা বড় প্রভাব ফেলবে অনেক কিছুতেই। জামাতীরা তাই এই প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যাপক আকারে প্রস্তুতি নিয়েছে বলে শোনা যাচ্ছে।
সামহোয়্যারের সকল ব্লগারের পক্ষ থেকে আমি রাইসুল জুহালা নিঝুম মজুমদারকে জানাচ্ছি অনেক শুভকামনা। নিঝুম, শুধু এটা মাথায় রাখবেন যে আপনি ১৭ কোটি (মাইনাস দু'চার লক্ষ কুলাঙ্গার) মানুষের প্রতিনিধিত্ব করছেন। আমাদের সবার দোয়া সাথে থাকবে আপনার সাথে।
বিঃদ্রঃ অনুষ্ঠানের ভিডিও পরে আপলোড করে দেয়ার চেষ্টা করা হবে। তবে আপাতত কোন প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




