১। “গান-বাজনা হারাম কোরানের কোথাও বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে আমি ৫০ লাখ টাকা দিব এবং জীবনের জন্য কবিগান ছেড়ে দেব” ।
এই চ্যালেঞ্জের জবাবে শরিয়ত বয়াতি গ্রেপ্তার এবং পুলিশের ১০ দিনের রিমান্ডের আবদনে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।
২। ইসলাম ধর্মকে যদি ধার্মিকগন বাঁচাতে চান তবে ধর্ম ব্যবসায়ীর হাত থেকে ধর্মকে মুক্ত করুন। শরিয়ত বয়াতী এইসব ধর্ম ব্যবসায়ীদের চ্যালেন্জ ছুঁড়ে যে সাহসীকতা দেখিয়েছেন তার জন্য তাকে স্যালুট। সেই সাথে সংস্কৃতি চর্চার পথ অবরুদ্ধ করতে যে মৌলানারা মাঠে নেমেছেন তাদের বিচারের অধীনে আনার দাবী জানাচ্ছি সাথে সাথে শরীয়ত বয়াতীর এই মুহুর্তে নি:শর্ত মুক্তি দাবী করছি।
৩। দুনিয়ার সবকিছু একদিকে, আর বাঙালির ধর্মীয় অনুভূতি আরেক দিকে!
৪। যে দেশের ৯৯ ভাগ মানুষ ফাউল, রাষ্ট্র একটা মহাফাউল সে দেশে বাউল তো গ্রেফতার হবেই!
৫। বাউল শরিয়তের বিরুদ্ধে মামলা নিল থানা, গ্রেপ্তার করল পুলিশ, রিমান্ড দিল আদালত আর দোষ হইল হুজুরদের- হায়রে প্রগতিশীলতা।
৬। অতি সাধারণ এই মানুষটারও দোষ খুঁজতে হবে?
সরকারের পাগলামি।
মুক্তি চাই।
৭। এই তল্লাটে সুফীবাদের হাত ধরে ইসলাম ধর্ম ঢুকে পড়াটাই চরম ভুল ছিল। এই ধর্মের অনুসারীরা না জানে সুফীবাদ, না জানে ধর্ম। ল্যাজেগোবরে অবস্থা।
৮। একতারা দোতারার শক্তি কত সেটাই ভাবছি। অন্তত আগ্নেয়াস্ত্রের চেয়ে তো বেশিই। একজন পালাকবি হয়তো সন্ত্রাসীর চেয়েও ভয়ঙ্কর। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে কেন বন্দী হবেন শরিয়ত বয়াতি? মরমী সাধকরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়।
৯। সত্যিকথা বলে ফেলছেন শরিয়ত ভাই, তাই এই যন্ত্রনা দেওয়ার ফন্দি । রাষ্ট্র তো চিরকাল নাগরিক কে খাঁচাবন্দী করে তোতার বুলি আউড়াতে আদেশ দেয়। সেই স্রোতের বিরুদ্ধে যে যাবে তাকেই নাকাল করা হবে। ওনার নিঃশর্ত মুক্তির দাবি করছি।
১০। ধর্ম ব্যবসা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা।ইসলাম প্রচারের নামে ভণ্ডামি আর বিভ্রান্তি ছড়ানো এদের কাজ।নিজের সুবিধামতো ফতোয়া বানিয়ে ছেড়ে দেয়।ইসলামের বিধান এরা নিজেরাও জানেনা।এজন্য মূর্খ, টাকার বিনিময়ে ওয়াজ করে ইসলাম প্রচারকারীর কথা শুনে ইসলামি শিক্ষা জিতে আর ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেও লজ্জা করে।বর্তমানে যেকোনো ওয়াজ মাহফিলে গেলে মেজাজ খারাপ হতেই হবে।ফালতু কথায় ভরা সব।
১১। কই কোনদিন তথাকথিত আলেম নামের ধর্মব্যবসায়িদের মুখে শুনলাম না মহান আল্লাহ্তালা আল-কোরআনে ধর্মের বিনিময় নিতে নিষেধ করেছে। আল্লাহ্ ধর্মের বিনিময়ে মানে দিনের কাজ করে যে কোন ধরনের বিনিময় নেওয়াকে হারাম ঘোষণা করেছেন। তারা ঠিকিই এই কাজ করছেন।কিন্তু আল্লাতালা কোরআনে কোথাও বলিনি গান-বাজনা হারাম। সুস্থ সংস্কৃতি কখনো হারাম নয়। কিন্তু তারা এটাকে হারাম হারাম বলতে বলতে কোথায় যে নিয়ে গেছে তারা নিজেরাও জানেনা।
১২। ধর্মান্ধ মানুষ কত ভয়ংকর..!
শরীয়ত বয়াতি গান পাগল মানুষ।
অবিলম্বে শরীয়ত বয়াতি মুক্তি পাবে.. সেটাই আশা করছি।