আমাদের এলাকায় একটা সেলুন আছে।
সেই সেলুনে কাজ করে লোকমান। আমি লোকমানের কাছ থেকে চুল কাটাই না। তারপরও লোক আমাকে খাতির করে। জোর করে ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়। বলে যা খুশি খান। আমি শুধু এক কাপ চা খাই। লোকমানের গ্রামের বাড়ি ভৈরব। কথায় কথায় একদিন লোকমান বলল- তাদের গ্রামের বাড়ির রান্না ঘরের ছাদ থেকে পানি পড়ে বৃষ্টির দিনে। তারপর থেকে আমি প্রায়ই ভাবি লোকমানদের বাড়ির রান্না ঘরের কথা। সামনে আসছে বর্ষাকাল। এদিকে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ঢাকা শহরে কিন্তু কুকুরের সংখ্যা বেড়ে গেছে। এখন প্রায় সব এলাকাতে অসংখ্য কুকুর। এরা দিনরাত ঘেউ ঘেউ করতেই থাকে। আগে সিটি কর্পোরেশনের লোকজন এসে কুকুর গুলোকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নিয়ে যেত। এখন মনে হয় কয়েকে বছর ধরে নিচ্ছে না।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২২ রাত ৯:৪২