একজন ব্লগার একজন সাধারন মানুষের চেয়ে আলাদা।
একজন সাধারন মানুষ কাজ করে। সংসার নিয়ে ব্যস্ত থাকে। সে শুধু তার কাজ এবং সংসার নিয়েই ভাবে। দেশ বা সমাজ নিয়ে ভাবে না। কিন্তু একজন ব্লগার কাজ করে, সংসার করে। এবং দেশ এবং সমাজ নিয়ে ভাবে। কিছু করতে চেষ্টা করে। একজন ব্লগার দেশের সমস্যা গুলো ভাবে। তার ভাবনা গুলো লিখে। সবার সাথে শেয়ার করে। একজন ভালো ব্লগারের লেখা পড়ে মানুষ ভাবে, চিন্তা করে, অনেক কিছু শিখে, জানে। ভালো ব্লগারেরা আমি মনে করি দেশের সম্পদ।
শুধু ব্লগার না একজন সাধারন মানুষেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব আছে।
কিন্তু সবাই সেটা নিয়ে মাথা ঘামায় না। আমার কথা বলি- আমি একজন ব্লগার। ব্লগে আমি লিখি। দীর্ঘদিন ধরেই লিখছি। দেশের সম্ভবনা, সমস্যা ও সমাধানের কথা গুলো লিখি। ভালো ব্লগাররা মনে করেন লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। ব্লগারের কাজ লেখা। তাঁরা নানান রকম বিষয় নিয়ে লিখে চলেছে। তাঁরা কাউকে কুপিয়ে মেরে ফেলে না। বোমা হামলা করে না। তাঁরা লিখে লিখে মানুষকে ভুল থেকে সুন্দর পথে আনে। অনেক সময় ব্লগাররা মন ভরে লিখতে পারে না। মন্তব্যও করতে পারে না। ব্লগটিম তাদের গলা চেপে ধরেন। কারন সম্ভবত ব্লগ নীতিমালা ভঙ্গ করা।
ছাত্রলীগ গ্যাঞ্জাম করে। মারামারি কাটাকাটি করে।
অতি ধার্মিকেরা জিহাদ করে। মানুষ কুপিয়ে মেরে। ভাস্কর্য ভাঙ্গে। বায়তুল মোকাররমে শুক্রবার জুম্মা নামাজের পর গলা ফাটায়। দূর্নীতিবাজরা দূর্নীতি করে দেশের বারোটা বাজায়। হুজুরেরা কোমলমতি শিশুদের ধর্মের বীজ ডুকিয়ে দিচ্ছে মাথায়। সাংবাদিকেরা ঘুষ খেয়ে মিথ্যা নিউজ ছাপাচ্ছে। সরকারি আমলারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। রাজনীতিবিদরা টিভি ক্যামেরার সামনে ফালতু চ্যাটাং চ্যাটাং কথা বলছে। বেশির ভাগ মানুষ সমাজের ক্ষতি করছে। শুধু মাত্র ব্লগাররা সমাজের কোনো ক্ষতি করে না। তাঁরা সমাজের সমস্যা গুলো লিখে যায়। হুজুররা ব্লগারদের ভয় পায়। বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে।
একজন ব্লগারের দায়িত্ব শুধু লেখা না।
অন্য ব্লগাররা কিছু লিখলে সেটা মন দিয়ে পড়া। সেই লেখায় ভুল আছে কিনা সেটা খুঁজে বের করা। ভুল গুলো সংশোধন করে দেওয়া। বাংলাদেশের সামু ব্লগের কথা বলি। সামু একটা চমৎকার ব্লগ। একসময় ব্যাঙের ছাতার মতো অসংখ্য ব্লগ গজিয়ে উঠেছিলো। তাদের উদ্দ্যেশ মহৎ ছিলো না। তাঁরা আজ টিকে নেই। হারিয়ে গেছে। সামু টিকে আছে। এই সামু ব্লগ কিছুদিন আগেও সিলেটে বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রান দিয়েছে। ব্লগারারা এগিয়ে এসেছে। সহযোগিতা করেছে। এমন কি রাজাকারদের বিচারের জন্য ব্লগাররা মাঠে নেমেছিলো। ব্লগাররা ৭১ এর চেতনা সঙ্গী করে এগিয়ে যাচ্ছে।
হ্যাঁ একথা সত্যি- ব্লগে কতিপয় দুষ্টলোক আছে।
তাঁরা ব্লগিং করতে আসে না। তাঁরা আসে ব্লগের পরিবেশ নষ্ট করতে। অবশ্য এদের বিষয়ে সদা জাগত থাকে ব্লগটিম। এই ব্লগ টিমের জন্যই স্বচ্ছ ব্লগাররা আরামে লিখে যেতে পারেন। আর দুষ্ট ব্লগাররা দিনশেষে পালায়। আমার মতে বাংলাদেশের একজন সেরা ব্লগার হচ্ছেন 'চাঁদগাজী'। চাঁদগাজী তার ছদ্মনাম। উনার মধ্যে ১০০% ভালো ব্লগারের গুনাবলি আছে। উনি জ্ঞানী মানুষ। ইতিহাস, দেশ, রাজনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে তার অগাধ জ্ঞান। পিএইচডি করেছেন। উনি একজন মুক্তিযোদ্ধা। তার লেখা এবং মন্তব্য গুলো আমি মরে করি দেশের সম্পদ। উনাকে গুটিকয়েক ব্লগার অপছন্দ করলেও সিংভাগ ব্লগার তাকে ভীষন পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু ব্লগটিম সিংভাগ ব্লগারদের কথা মাথায় না নিয়ে গুটিকয়েক ব্লগাদের কথা মাথায় রেখে তাকে ব্যান করে দিলো। ইহা ভুল। দুঃখজনক।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৩