
আমার মনে হচ্ছে 'জটিল ভাই' ব্লগটা জমজমাট করতে চেষ্টা করছেন।
কারন ব্লগের প্রান চাঁদগাজী/সোনাগাজী নেই। তাকে জোর করে থামিয়ে দেওয়া হয়েছে। সামান্য মাত্র উছিলা পেয়ে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ইহা অন্যায়। অবশ্য সারা বাংলা জুড়েই অন্যায় হচ্ছে প্রতিনিয়ত। এখন ব্লগে ভালো লেখা নেই। জটিলভাই নতুন খেলা শুরু করেছেন। যেন চাঁদগাজীর অভাব ব্লগে কেউ অনুভব না করে। জটিল ভাইয়ের এই কাজ যথেষ্ঠ হাস্যকর। সবচেয়ে বড় কথা- জটিল ভাই একটা মাল্টি নিক। আপনারা জানেন কে এই জটিলভাই? আমি জানি। তার নামটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন।
সামু ব্লগ চলবে। চলতেই থাকবে।
নতুন ব্লগার আসবে, পুরাতন ব্লগার কেউ কেউ বিদায় নেবে। কেউ কেউ থেকে যাবে। আর কাউকে জোরপূরক ব্লগ থেকে বের করে দেওয়া হবে। অতীতেও ব্লগ এভাবেই চলেছে। ভবিষ্যতেও সামু এভাবেই চলবে। আমি দেখতে পাচ্ছি- গুটিকয়েক ব্লগার মিলে সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট আসলে সামু ব্লগের বারোটা বাজিয়ে দিচ্ছে। এই সিন্ডিকেটের সদস্যরা সকলেই জটিল কুটিল মানসিকতার অন্তভুক্ত। চোখের সামনে ব্লগে অন্যায় হতে দেখছি। ভালো ব্লগারদের চলে যেতে দেখছি। আমাদের রাজনীতিবিদদের যা মন চায় করে। কিছু করার আগে জনগনের সাথে আলাপ করে না।
চাঁদগাজী/সোনাগাজী ছাড়াও সামু চলবে।
আর আমি তো দুধভাত। যদি ভোট করা হয় চাঁদগাজী ভালো না মন্দ ব্লগার। তাহলে আমি ১০০% নিশ্চিত চাঁদগাজী বিপুল ভোটে জয়ী হবেন। সামুর বেশির ভাগ ব্লগার তাকে ভালোবাসেন। তবুও তাকে ব্যান করে রাখা হয়েছে। কেন? কার স্বার্থে? কাকে খুশি করতে? তিনি তো ব্লগে কম সময় দেননি। কম লেখেন নি। কম মন্তব্য করেন নি। দীর্ঘদিন ব্লগিং করার- এই কি তার পুরষ্কার? তবু কেন বারবার তাকে আক্রমণ করা হয়। দিনশেষে সব দোষ চাঁদগাজীর। সব ভুল চাঁদগাজীর। আর সবাই ধোয়া তুলসী পাতা।
চাঁদগাজীর জায়গা কি কোনোদিন জটিলভাই নিতে পারবে?
পারবে না। কোনো দিনও পারবে না। মাল্টি দিয়ে সামু জমজমাট করা যাবে না। অযোগ্য লোককে সম্মান দেওয়া বোকামী। যোগ্য লোককে যোগ্য সম্মান দিতে হয়। তা না হলে ভারসাম্য ঠিক থাকে না। আমাদের দেশের আজ এই অবস্থা কেন? কারন অযোগ্য এবং কুৎসিত মানসিকতার লোক দিয়ে ভালো কাজ করা যায় না। প্রতিষ্ঠান অধপতনে যায়। ভালো করে তাকিয়ে দেখুন। ভাবুন ঠান্ডা মাথায়। হিংসা বিভেদ বাদ দিন। সত্যের সাথে থাকুন। ভালোর সাথে থাকুন।
আমি জানি, এই পোষ্ট গুটিকয়েক ব্লগারের ভালো লাগবে না।
এমন কি ব্লগটিমও পছন্দ করবে না। কিন্তু আমার কথা গুলো আমাকে বলতে হবে। আমি সাদা চোখে যা দেখি, যা অনুভব করি তা আমি লিখব। আমার চিন্তা ভাবনায় ভুল থাকলে আমাকে দেখান। আমি শুধরে নিবো। দেশটা আমাদের। আমাদের ভাষা বাংলা। বাংলায় লিখি। মনের ভার প্রকাশ করি। এখানে আমাদের মিলেমিশে থাকাটাই আমাদের সকলের জন্য ভালো। শুধু হিংসাত্মক মনোভাবটা বাদ দিলেই সুন্দর ভাবে জীবনযাপন করা যায়। এমনকি ব্লগিংও।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




