
বিএনপি ক্ষমতায় এলে দেশ বারবার, প্রতি বছর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।
নতুন করে আরো কিছু ফালু, কালু, মালুর জন্ম হবে। তাঁরা দেশকে লুটেপুটে শেষ করে দিবে। কিছু টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হয়ে যাবে। এবং নতুন নতুন অনেক চ্যানেল ও দৈনিক পত্রিকা আসবে। আওয়ামীলীগের নেতারা বাংলাদেশ ছেড়ে আমেরিকা যাবে, কেউ কেউ কানাডা যাবে। আর কিছু নেতা কারাগারে থাকবে, ফালতু সব মামলা খেয়ে। ছাত্রলীগ পালিয়ে বেড়াবে। যুবলীগের কোনো খোঁজ খবর থাকবে না। অনেক রাজনীতিবিদ শারীরিক অবস্থার কথা বলে রাজনীতি থেকে অবসর নেবেন। বিএনপি ক্ষমতায় এলে নতুন করে 'বাংলাভাই' সৃষ্টি হবে, সেই বাংলাভাই ৬৪ জেলায় একসাথে বোমা হামলা করবে।
বিএনপি একটা অসভ্য দল। মূর্খ দল। ইতর দল।
আওয়ামীলীগ এদের কোমর ভেঙ্গে দিয়েছে। বেশ ভালো করেছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে বিভন্ন জেলায় বোমা হামলা হবে। খুন খারাবি, চাঁদাবাজি বহু গুনে বেড়ে যাবে। উন্নয়ন বন্ধ হয়ে যাবে। বিএনপি উন্নয়ন বলতে কিছু বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। আওয়ামীলীগ বুঝে উন্নয়ন। তাঁরা দেশের উন্নয়ন করে দেখিয়ে দিয়েছে। একশ' বছর ক্ষমতায় থাকলেও বিএনপি পদ্মাসেতু তৈরি করতে পারতো না। মেট্রোরেল তৈরি করতে পারতো না। বিএনপি শুধু লুটপাট করে দেশকে বিশ্বের দরবারে দূর্নীতে চ্যাম্পিয়ন করতে পারবে। হাসিনার উচিৎ ছিলো দেশ থেকে বিএনপি'কে উৎখাত করে দেওয়া। বাঁশি থাকতো না, বাঁশি বাজতো না। বিএনপির ইতিহাস অসৎ। দলটার জন্মই হয়েছে অসৎপথে। শেখ মুজিবকে হত্যার পেছনে জিয়ার হাত ছিলো। শেখ মুজিবকে হত্যা করে পুরো বাঙ্গালী জাতির কপাল পুড়িয়ে দেওয়া হয়েছে।
সহজ সরল সত্য কথা হলো-
বিএনপি দেশ পরিচালনা করার মতো যোগ্য ও দক্ষ নয়। এরা ঠিক করে একটা গ্রাম পরিচালনা করতে পারবে না। হ্যাঁ একথা সত্য কতিপয় আওয়ামীলীগার অযথাই গলাবাজী করেন। তখন স্পষ্ট বুঝা যায় খালি কসল বাজে বেশি। বিএনপি ক্ষমতায় এলে- আওয়ামীলীগের লোকজন যারা দুর্নীতি করে টাকা পয়সার মালিক হয়েছে, তাঁরা সবার আগে পালাবে। তাঁরা পাসপোর্টে ভিসা লাগিয়েই রেখেছে। বিএনপির নেতাদের মাথায় জ্ঞান বুদ্ধি কম। যেমন- তারেক, ফখরুল অথবা তারেক জিয়া। আসল কথা হচ্ছে গড়ায় গণ্ডগোল। জেনারেল জিয়া দেশের ক্ষমতা হাতে নিয়ে দেশকে হাজার বছর পিছিয়ে দিয়েছে। মূলত সেনাবাহিনী, জেনারেল, মিলিটারী আর আর্মিরা দেশ চালাতে পারে না। তার প্রমান জিয়া, এরশাদ। এরা দেশের ক্ষতিই করেছে শুধু। সেই সুযোগ তাদের আর দেওয়া সঠিক কাজ হবে না। শেখ হাসিনা যোগ্য ও দক্ষ মানুষ। তাঁর তুলনা হয় না। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন, ভালো রাখুক, সুস্থ রাখুক।
বিএনপি দেশকে পাকিস্তান বানাতে চায়। জিয়া পারেনি।
সেই দায়িত্ব তুলে নিয়েছে বেগম জিয়া। এদের থামিয়ে রেখেছেন মহান শেখ হাসিনা। আল্লাহ তার ভালো করুক। জিয়া ক্ষমতায় না এলে এতদিনে আমাদের দেশ ফিনল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড, তাইওয়ান অথবা জাপানের মতো হয়ে যেতো। স্বাধীনতা যুদ্ধের পর জামায়াত পালিয়ে গেলো। এই নির্বোধ জিয়া গোলাম আজমকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনে। ছিঃ। এই কাজ করে উনি পুরো জাতিকে অপমান করেছেন। আমার ওস্তাদ একটা কথা সব সময় বলেন, জিয়া শেখ সাহেবকে হত্যা করে দেশকে আফ্রিকা বানায়ে গেছে। শেখ হাসিনা জাতিকে অনেক কিছু থেকে মুক্তি দিয়েছেন। তিনি শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছেন, রাজাকারদের বিচার করেছেন। এখন দেশে কেউ নৈরাজ্য করতে পারছে না। দেশে এখন গ্রেনেড হামলা, বোমা হামলা হয় না। শুকুর আলহামদুলিল্লাহ্। আওয়ামীলীগের একটা ইতিহাস আছে, বিএনপির কোনো ইতিহাস নেই। বিএনপির জন্য ক্যান্টমেন্টে।
কিছুতেই যেন বিএনপি ক্ষমতায় না আসে সেদিকে দেশের জনগনকে লক্ষ্য রাখতে হবে।
হ্যাঁ দেশে এখনও কিছু সমস্যা আছে। দেশের ১৮% মানুষ দরিদ্র সীমার নিচে আছে, পুষ্টিতে ভূগছে বহু শিশু, ভূমিহীন মানুষের সংখ্যা ৩/৪ লাখ হবে, শিক্ষার মান কমে গেছে, জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, বেকারত্ব বেড়ে চলেছে, কাজ না পেয়ে মানুষ ধারধেনা ও জমি বেঁচে মরুভূমির দেশে যাচ্ছে স্ত্রী সন্তান ফেলে। আমার বিশ্বাস এই বিষয় গুলো খুব শ্রীঘই শেখ হাসিনা সমাধান করে ফেলবেন। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের পর বিএনপি দলটি বিলুপ্ত হয়ে যাবে। ইনশাল্লাহ। যারা জামায়াত, পাকিস্তানপন্থী ও মগজহীণ তারাই বিএনপি করে। আওয়ামীলীগ নির্বোধ ও মগজহীণ বিএনপিকে নিয়ে চিন্তিত নয়। বিএনপি কত বড় অমানুষ হলে- ১৫ আগষ্ট জন্মদিন পালন করতে পারে! এই থেকেই এদের মানসিকতা স্পষ্ট বুঝা যায়। এখন দেশ ভালো চলছে। উন্নয়ন হচ্ছে। এভাবেই চলুক। জয় বাংলা। এই বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ।
আমি রাজনীতি করি না।
আওয়ামীলীগ বা বিএনপি যে-ই ক্ষমতায় আসুক আমাকে কেউ টাকা পয়সা দেবে না। কিন্তু আমি এই দেশের নাগরিক। আমি আমার দেশকে ভালোবাসি। এজন্য আমি চাই যোগ্য ও দক্ষ্য লোক দেশের ক্ষমতায় থাকুক। তাঁরা দেশের উন্নয়ন করুক। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর হয়ে গেছে। এ ৫২ বছরে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিলো দেশের জনগন উন্নয়ন পেয়েছে। ভালো থেকেছে, ভালো খেয়েছে, ভালো পড়েছে। এই যে দেখুন, বিএনপি শুধু চায় ক্ষমতা। দেশ ও দেশের সমস্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দূর্নীতি নিয়ে তাঁরা আন্দোলন করে না, জিনিসপত্রের দাম বেড়েছে, সেটা নিয়ে তাদের আন্দোলন নেই, তাঁরা শুধু চায় ক্ষমতা। আর ক্ষমতায় গেলে পুরো দেশে হরিলুট শুরু করে দেবে। এই সুযোগ তাদের কিছুতেই দেওয়া যাবে না। নো নেভার। শেখ হাসিনার উচিৎ হবে না বিএনপিকে মানবতা দেখানো। ওদের রাস্তায় নামতে দেওয়াই সঠিক কাজ হবে না। ওরা ক্ষমতায় এলে- দেশ তলিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে অভাগা দেশে পরিনত হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


