
ধরে নিলাম নির্বাচন হবে।
নির্বাচন করার জন্য হাবিজাবি অনেক দল আছে। পাইপ লাইনে আছে হাতে গোনা তিনটা দল। বিএনপি, জামাত। আর জামাতের আরেকটা শাখা এনসিপি। এনসিপি মূলত দুধ ভাত। জামাতের কথা মতো নাচছে। আসলে গত ১৭ বছর ধরেই জামাত একটা নীল নকশা করেছে। সেই কারনে আজ আওয়ামীলীগের এই অবস্থা। এদিকে আওয়ামীলীগের কিছু দোষ আছে। কিছু অযোগ্য অদক্ষ লোককে মন্ত্রী এমপি বানানো হয়েছে। এরা দূর্নীতি করেছে। দূর্নীতি করে করে আওয়ামীলীগের বারোটা বাজিয়েছে। সময় মতো তাদের না সামলানোর জন্য, এখন সাজা ভোগ করছে। আওয়ামীলীগ এমন পরিস্থিতি করেছিলো, শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। জামাতের কারসাজির কাছে আওয়ামিলীগ ধরা খেয়েছে।
একসময় আওয়ামিলীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছিলো।
আজ জামাত আওয়ামীলীগের কোমর ভেঙে দিয়েছে। আগামীতে ক্ষমতায় আসছে জামাত। আমি চাই না জামাত ক্ষমতায় আসুক। কারণ আমি আমার দেশটাকে ভালোবাসি। স্বাধীনতার পর জামাতের সবচেয়ে বড় জয় হচ্ছে, আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া। যে কাজ বিএনপি পারেনি। আওয়ামীলীগের উপর জামাতের অনেক রাগ। তাদের বড় বড় নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। দেরিতে হলেও তারা তাদের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে। এর মধ্যে আবার আমেরিকার সাপোর্ট পেয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতার পক্ষের লোকজন চুপ মেরে আছে। তারা কেন চুপ করে আছে, বুঝতে পারছি না। জামাত ক্ষমতায় এলে দেশের ক্ষতিই হবে। আজকের আধুনিক বিশ্বে ধর্মীয় নিয়ম নীতি দিয়ে দেশ পরিচালনা করা যায় না। যারাই ধর্ম দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের পিছিয়ে থাকতে হয়েছে।
এনসিপি কোনো দলের মধ্যে পড়ে না।
এরা মূলত জামাতের হয়ে ভাড়ায় খাটছে। এদের রাজনীতির ইতিহাস নেই। এরা বেঈমান। আওয়ামিলীগ থাকলে আজও এনসিপির জন্ম হতো না। এনসিপি রাজনীতি বুঝে না। এরা জামাতের কথা মতো কাজ করে যাচ্ছে। জামাত তাদের অতীতের সব অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে। এখন জাতি যদি তাদের ক্ষমা করে তাহলে বিরাট ভুল করবে। ক্ষমা পেয়ে গেলে এবং ক্ষমতায় এসে গেলে জামাত হবে ভয়ংকর। অসুর। হিটলার। তারা মনে মনে ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। ধার্মিকেরা ভয়ংকর হয়। যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি ভালো হবে? না হবে না। বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। এই দলের পর পর পাচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। তবে জামাতের চেয়ে বিএনপি ভালো। অত্যন্ত নারীরা স্বাধীন ভাবে চলতে পারবে।
এখনো কারো কারো ধারণা নির্বাচন হবে না।
ইউনুস সাহেবই ক্ষমতায় থাকবেন। বিএনপিকে শান্ত করার জন্য মিথ্যা নির্বাচনের কথা বলা হয়েছে। এখন বিএনপি শান্ত আছে। কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে ফিরলে গ্রেফতার করা হবে। তার নামে মামলা তো কম নেই। মূলত দেশ এখন জামাতের ইচ্ছে মতো চলছে। ইউনুস সাহেবও জামাতের কথায় উঠ বস করছেন। দেশের সাধারণ জনগণ শান্তি চায়। শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে চায়। যাদের সামর্থ আছে তারা চলে যাচ্ছে উন্নত দেশে। এই দেশের মানুষ গুলো নষ্ট হয়ে গেছে। পচে গেছে। এদের মধ্যে সততার অভাব। এরা মনে করে কাউকে ঠকাতে পারলেই আমি জিতে গেলাম। এই দেশের মানুষ গুলো খারাপ, কাজেই এই দেশের প্রধানমন্ত্রী যে হবেন, সে-ও খারাপই হবেন। সহজ হিসাব। তবে শেষ কথা হচ্ছে মন্দের ভালো হলেও আওয়ামিলীগ ভালো।
দেশ এখন ভালো নেই। পথভ্রষ্টরা উপদেষ্টা হয়েছে।
জাতির কুসন্তানরা দেশ পরিচালনা করছে। এরা সুযোগ পেলেই আওয়ামীলীগকে গালমন্দ করে। গত এক বছর ধরে উপদেষ্টারা শুধু আওয়ামিলীগকে গালাগালিই করে যাচ্ছে। হ্যা আমি জানি আওয়ামিলীগ দুধের ধোয়া তুলসীপাতা না। কিন্তু দেশের জন্য কাজ যেটুকু হয়েছে সেটা আওয়ামিলীগই করেছে। মেট্রোরেলে উঠলেই শেখ হাসিনার জন্য দোয়া আসে। পদ্মাসেতুতে উঠলেই আনন্দে চোখে পানি এসে যায়। আমি চাই দেশে আওয়ামিলীগ আসুক। ৩২ নম্বর বাড়ি যারা ভেঙে দিয়েছে তাদের বিচার করুক। শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, মুতে দিয়েছে তাদের বিচার করুক। পুলিশ হত্যার বিচার করুক। ছাত্র হত্যার বিচার করুক। যারা বলেছে, মুজিব মুর্দাবাদ। তাদের বিচার করুক।এইসব বিচার তো আওয়ামিলীগ ছাড়া কেউ করবে না। জাতি এসব বিচারের অপেক্ষায় আছে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




