আমরা যারা মধ্য বৃত্ত পরিবারের সন্তান,তারা অনেক স্বপ্ন নিয়ে পাড়ি যমাই অচিন দেশে।
তেমোনি একটি দেশ ''সংযুক্ত আরব আমিরাত'' যা আমাদের অনেকের কাছে ''দুবাই'' নামে পরিচিত। দারিদ্রতার অভিষাপ থেকে মুক্তি আমরা অনেকেই ছুটে আসি এসব দেশ গুলেতে।কিন্তু কেন?
আসলে কি হচ্ছে এসব দেশ গুলোতে?
আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো এই বিষয় গুলো.................
হাজারো বাঙালি ক্লান্তিহীন ভাবে কাজ করছে।যা চোখে না দেখলে অনেকের কাছে কাল্পনিক মনে হোবে।ভোর থেকে শুরু করে সণ্ধা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিরঅলস ভাবে কাজ করে চলছে।কিন্তু তারা কি পাচ্ছে তাদের সঠিক মজুরি?এখানে যারা কাজ করে তাদের বেশির ভাগ মানুষের মাসিক বেতন ৮৫০ ডেরহাম=(১৫৮০০ টাকা)।
একটি মানুষের খাবার+পকেট খরচ+মোবাইল খরচ=২৫০ থেকে ৩০০ ডেরহাম এর মতো।যদি সে খুব কৃপণ প্রকিতির হয়।
একটা মানুষের বিদেশ আসার জন্য কমপক্ষে (২০০০০০ থেকে ২৫০০০০)টাকা খরচ হয়।যাকিনা ৩ বছরে আয় করা সম্ভব হয় না।
এবার আপনাই ভাবেন কি লাভ নিজের দেশ রেখে বিদেশে যওয়ার?
আমরা যখোন বিদেশে চলে আসি ঠিক তখণি বুঝতে পারি।যে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি বিদেশ এসে করেছি।
অথচ আমরা এই টাকা দিয়ে দেশে কিছু একটা করতে পারতাম।শুথু তাই নয়,যে পরিশ্রমটা আমরা এখানে করচ্ছি তাহা যদি দেশে করি তাহলেই অনেক কিছু করা সম্ভব।যা আমাদের দেশ ও জাতিকে আলোকিতো করতে পারে।
আমার এ কথা গুলো বলার একটাই কারণ।আর সেটা হলো সবাইকে সচেতণ করা।আমি চাই না
আমাদের মত আপনারাও ভুল করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




