ছোট্টো একটা দক্ষিনের জানালা........
এক চিলতে রোদ এসে উঁকি মারছে সেই জনালার ফাঁক দিয়ে, তোমায় একটু দেখবে বলে....
আর তুমি তোমার ঘান কালো চুল দিয়ে সূর্য থেকে নিজেকে আড়ল করছ....
মাঝে মাঝে দুষ্ট দক্ষীনা হাওয়া এসে তোমার চুলে কোমল পরশ বুলিয়ে চুল গুলো সরিয়ে দিচ্ছে....
সাথে জুটেছে জানালার পাশের কামিনী ফুল গুলো.....
ফুল গুলো তাদের সুবাস দিয়ে তোমায় মুগ্ধ করতে চাইছে.....
আলো, বাতাস এবং সুবস তোমাকে পাগল করে দিচ্ছে.....
শাতো চেষ্টা করেও নিজেকে তুমি প্রকৃতির এই অকৃত্তিম ভালবাসা থেকে আড়াল করতে পারছো না.....
আমার ভালবাসা কি এখনে স্তান পাবে???
ধুর ছাই.......
জানালাটা বন্ধ করে দাও...
যেন আমার চেয়ে কেউ তোমায় বেশি ভালবাসতে না পারে.....
আসলে তুমি কে???!!!!!!
আমি কি চিনি তোমাকে???!!!
ও চিনেছি.........চিনেছি....
তুমি আমার স্বপ্নের সেই "অচেনা এক জন"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



